Home শরীরস্বাস্থ্য অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

Hospital

দুর্গাপুজোর আনন্দে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। অষ্টমী ছাড়া বাকি সব দিনেই খোলা থাকবে সরকারি হাসপাতালগুলির আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবারে, তাই অন্যান্য রবিবারের মতো এ দিন আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। পুজোর ছুটিতে কর্মীসংখ্যার ঘাটতি এড়াতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও খোলা থাকবে সব দিন।

বেসরকারি হাসপাতালগুলিও পুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে।

  • অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, ইমার্জেন্সি, আউটডোর ও ল্যাব পরিষেবা খোলা থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ১০৬৬ নম্বরে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা, যা ফের শুরু হবে ৩ অক্টোবর। কল সেন্টারের নম্বর: ০৩৩৪৪২০২১২২
  • মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময়ে ২৪ ঘণ্টা অনলাইনে টেলি কনসালটেশন পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ০৩৩-২২২২১১১১ এবং ৭০২২০২৩২৮৬ নম্বরে।
  • নারায়ণা হেলথ হাসপাতাল জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকবে, তবে ইমার্জেন্সি, রক্ত পরীক্ষা, অপারেশন পরিষেবা চালু থাকবে। জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা যাবে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে।
  • রুবি হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সির জন্য ৯৭৪৮৯৩২১০০, ভর্তি ও অ্যাম্বুলেন্সের জন্য ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের জন্য ৮৩৩৬৯৯০৪৫১/০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপের জন্য ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
  • বি পি পোদ্দার হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সি ও ওপিডি পরিষেবা পুজোর দিনগুলিতেও খোলা থাকবে। আশঙ্কাজনক রোগীদের সুবিধার জন্য হাসপাতালের ৫ কিমির মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালটেন্টরা ‘অন কল’-এও থাকবেন। হোম কেয়ার সার্ভিসও চালু থাকবে।

পুজোর সময়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হলেও পরিষেবায় যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্য হাসপাতালগুলি সতর্ক ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন: মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version