Home শরীরস্বাস্থ্য চন্দননগরের বুকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা, শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ

চন্দননগরের বুকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা, শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ

sustho

চন্দননগরের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতার নতুন দিশা দিতে এগিয়ে এল কলকাতার নামী একটি কিডনি চিকিৎসা সংস্থা। শনিবার, ১৬ আগস্ট ২০২৫, মানকুণ্ডুতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ।

এই বিশেষ প্রচারের মূল লক্ষ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা ও জনসচেতনতা বাড়ানো।  উদ্যোক্তাদের কথায়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়েট টিপস, স্বাস্থ্য বিষয়ক আলোচনার মাধ্যমে চন্দননগরের মানুষকে সুস্থতার পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

উদ্যোগে থাকছে—

  • বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: রক্তচাপ, রক্তে শর্করা, ওজন, বিএমআই ও অক্সিজেন স্যাচুরেশন মাপা।
  • স্বাস্থ্য বিষয়ক আলোচনা: ডায়াবেটিস, হাইপারটেনশন ও কিডনি রোগ প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ।
  • ডায়েট পরামর্শ: সার্টিফায়েড ডায়েটিশিয়ানদের কাছ থেকে ব্যবহারযোগ্য টিপস।
  • স্বাস্থ্যকর খাবার ও পানীয়: পুষ্টিকর রিফ্রেশমেন্ট বিতরণ।

চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট অতিথি ও চিকিৎসক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগের প্রধান পরামর্শদাতা হিসেবে রয়েছেন খ্যাতনামা নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, ডঃ প্রতীম সেনগুপ্ত।

চিকিৎসক প্রতীম সেনগুপ্তের মতে, “নির্দিষ্ট অঙ্গ বা প্রত্যঙ্গে সমস্যা হলে শুধু তার চিকিৎসা করা নয় বরং সামগ্রিক ভাবে শরীর সুস্থতার দিকে নজর দেওয়াও আধুনিক চিকিৎসার অন্যতম আলোচিত বিষয়। সেই প্রদ্ধতিকে প্রয়োগ করাই লক্ষ্য আমাদের সংস্থার।’

এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে ‘মুক্তি’ নামে একটি কর্মসূচিও চালু করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসক সেনগুপ্ত জানিয়েছেন, শারীরিক ও মানসিক ভাবে রোগীকে সুস্থ করে তোলাই ‘মুক্তি’র লক্ষ্য।

এই কর্মসূচিকে চন্দননগরবাসীদের কাছে ছড়িয়ে দিতে পাশে থাকবে চন্দননগর পূরসভা, অনুষ্ঠানে আশ্বাস দেন মেয়র রাম চক্রবর্তী।

আয়োজকদের দাবি, ‘সুস্থ চন্দননগর’ শুধু একটি প্রচার নয়, বরং এটি একটি আন্দোলন, যার মাধ্যমে শহরকে জনস্বাস্থ্য সচেতনতায় মডেল সিটি হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। শহরে গাছ লাগানের কর্মসূচি নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version