পুজোর আর তো বেশিদিন বাকী নেই। কিন্তু আপনার ত্বকে কোনও উজ্জ্বলতা নেই। উজ্জ্বল আর নিখুঁত ত্বক কে না চায়। সুন্দর ত্বক পেতে প্রায় সকলেই কত রকমের পন্থাই অবলম্বন করেন।
যেমন- স্কিন ট্রিটমেন্ট, স্কিন কেয়ার রুটিনে কত রকমের স্টেপ। তবে ঘরোয়া ভাবেও চটজলদি হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারেন।
কমলালেবু–
কমলালেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এছাড়া আছে অ্যান্টিঅক্সিডেন্টও। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বকের আর্দ্রতাও বজায় রাখে ও ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।
আপেল–
আপেলের মধ্যে রয়েছে ভিটামিন সি। এছাড়াও আপেলের মধ্যে থাকা ম্যালিক অ্যাসিড ত্বকের জন্য ভালো। যে কোনও দাগ ছোপ বা ড্যামেজ থেকে ত্বককে রক্ষা করে আপেল।
পড়ুন: পুজোর আগে কীভাবে চুলকে উজ্জ্বল করবেন ছেলেরা? এই ৫ টি হেয়ার প্যাক ব্যবহার করে দেখতে পারেন
বেদানা–
ত্বকের জন্য সবথেকে ভালো হল বেদানা। বেদানা ত্বকের আর্দ্রভাব বজায় রাখে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্টও থাকে বেদানাতে। সব মিলিয়ে বেদানা ত্বকের জন্য উপকারী।
শসা-
ত্বকের জন্য শসা তো মারাত্মক উপকারী। তবে ফ্যাকাশে ত্বকের জন্য নিয়মিত শসা খেলে দ্রুত ফল পাবেন।
চেরি–
চেরির মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা ত্বককে পুষ্টি দেয়। ত্বককে এজিং এর হাত থেকে রক্ষা করে। ত্বককে উজ্জ্বল করে তোলে।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন