নিম হল এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। নিমগাছের সবকিছুই দারুণ উপকারী। শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয়। নিমপাতার মতোই নিমের বীজও আয়ুর্বেদিক চিকিৎসায় এক ম্যাজিকাল উপাদান বলে মনে করা হয়। চুলের বৃদ্ধি ঘটানোর পাশাপাশি চুলের গোড়া মজবুত করা, চুলের অকালে পেকে যাওয়া, খুশকির সমস্যা দূর করতে নিমের বীজ দারুণ উপকারী।
নিম তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। চুলের গোড়া মজবুত করে। নিমের বীজ এক অসাধারণ স্টিমিউলেটর যা চুলের গোড়া মজবুত করে। তাই স্বাস্থ্যোজ্জ্বল মজবুত চুল পেতে অবশ্যই ব্যবহার করুন নিমের বীজ।
চুলের স্বাস্থ্য রক্ষায় কতটা উপকারী নিমের বীজ?
১) চুল পাতলা হয়ে গেলেই চুলের বৃদ্ধি কমে। নিমের বীজে ফ্যাটি অ্যাসিড আছে যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। চুল মজবুত করে। নিয়মিত নিমের বীজ থেকে তৈরি তেল দিয়ে অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়। চুলের বৃদ্ধি ঘটে। চুল পড়া কমে।
রোদে পুড়ে ট্যান পড়েছে ত্বকে, জৌলুস ফেরাতে ঘরোয়া পাঁচ উপায়
২) চুল ভালো করে পরিষ্কার না করলে ও ফাঙ্গাস সংক্রমণের কারণে মাথার তালুতে খুশকি হয়। নিমের বীজে অ্যান্টিফাঙ্গাল গুণ থাকে বলে খুশকির সমস্যা দূর হয়। মাথার তালুতে চুলকানির সমস্যা কমে। চুল পড়া আটকায়। তাই খুশকির সমস্যা দূর করতে নিয়মিত নিমের বীজ থেকে তৈরি তেল চুলে লাগান।
৩) চুলে রাসায়নিক জিনিস ব্যবহার করলে, দূষণ, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও জীবনযাত্রার আর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে চুল রুক্ষ হয়ে পড়তে শুরু করে। নিমের বীজে ময়েশ্চারাইজিং ও নারিশিং গুণ থাকে বলে মাথার তালু ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। চুলের বৃদ্ধি ঘটায়। পুষ্টিগুণে ভরপুর নিমের বীজে ভিটামিন, খনিজ পদার্থ আর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে নিয়মিত নিমের তেল লাগালে চুল মজবুত ও উজ্জ্বল হয়।
৪) ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ নিমের বীজ শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া মাথার তালুকে নারিশ করে। খসখসে তালুতে পুষ্টি জোগায় আর রক্ত সঞ্চালন বাড়ায়। রুক্ষ তালুর কারণে চুলও নির্জীব হয়ে পড়তে শুরু করে। নিমের বীজ প্রাকৃতিক কন্ডিশনার। চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে।