আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বলিউড তারকারা একে একে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে মৃতা চিকিৎসকের জন্য ন্যায়বিচার দাবি করেছেন।
অভিনেত্রী করিনা কপূর খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “সময় বয়ে যায়, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। ১২ বছর পরেও আমরা একই প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। পরিবর্তন আসবে কবে?” দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে এনে করিনা আরও জানান, “আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছি।”
অভিনেত্রী প্রীতি জ়িন্টা মহিলাদের সুরক্ষার গুরুত্ব নিয়ে পোস্ট করে জানান, “অর্থনীতিতে আমরা শীর্ষস্থানে পৌঁছলেও মহিলাদের নিরাপত্তা এখনও বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। অপরাধীদের মুখ ঢাকা থাকে, অথচ নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আসে, যা অত্যন্ত লজ্জার।”
বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা লিখেছেন, “আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটল। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে এক হয়ে লড়তে হবে।”
অভিনেত্রী রিচা চড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেদন করে লেখেন, “দেশের মহিলারা আপনার থেকে সঠিক ও নিরপেক্ষ তদন্তের আশা করছেন। আপনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আপনার সিদ্ধান্ত আমাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
এর আগে আলিয়া ভট্ট, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর, সামান্থা রুথ প্রভু, পরিণীতি চোপড়া, কঙ্গনা রানাউত প্রমুখ তারকারাও এই ঘটনার নিন্দা করেছেন।