রূপচর্চাতেও আলুর কদর খুব। আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বয়স কমিয়ে দেয়। এছাড়াও আলুতে থাকে বিভিন্ন ফাইবার, খনিজ, ভিটামিন। যা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে। সেই সঙ্গে আজীবন ত্বককে রাখে কোমল।
ত্বকের যে কোনও দাগ ছোপ দূর করে দেয় আলুর রস। এছাড়াও ত্বকের মধ্যে রক্ত সঞ্চালনকে ভালো রাখে আলুর রস। ফলে ত্বকে ব্রণ ও অন্যান্য সংক্রমণের হার কমে যায়। কিন্তু মুখে আলুর রসকে সঠিকভাবে ব্যবহার করা জরুরি। ত্বকের কোন কোন সমস্যায় আলুর রস ব্যবহার করবেন এবং কীভাবে করবেন বরং জেনে নিন।
মুখের বলিরেখা দুর করে-
অল্প বয়সেই বলিরেখার সমস্যায় ভোগেন অনেকে। এইক্ষেত্রে আলুর রস আপনার কাজে লাগতে পারে। ত্বক টানটান রাখতে এবং বলিরেখা দূর করতে আলুর রস কাজে লাগবে। একই সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। তার জন্য আপনাকে আলুর পেস্ট আর মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। দেখবেন ম্যাজিকের মতো বলিরেখা দূর হয়ে যাবে।
পড়ুন: পুজোর আগে কীভাবে চুলকে উজ্জ্বল করবেন ছেলেরা? এই ৫ টি হেয়ার প্যাক ব্যবহার করে দেখতে পারেন
মুখের দাগ দূর করে-
মুখে ব্রণ হওয়ার পর সেই দাগ অনেক সময় থেকে যায় দীর্ঘদিন। আবার কখনও বা কালো ছোপ পরে গালে বা কপালে। মুখে কোনও ডার্ক স্পট থাকলে আলু ছোট করে কেটে ওই নির্দিষ্ট জায়গায় মিনিট পাঁচেক ঘষে নিন। অথবা আলুর রস টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখবেন মুখের কালো দাগ দূর হয়ে যাবে।
মুখের ট্যান তুলতে-
সানস্ক্রিন মেখে বেরোলেও অনেক সময় মুখে ট্যান পড়ে যায়। আর এই ট্যান তুলতে আলু রস খুব সহায়তা করে। এর জন্য আলুর রস আর লেবুর রস মিশিয়ে মুখে লাগান দেখবেন ট্যান দুর হয়ে যাবে। এছাড়াও যদি আলুকে গ্রেড করে তার মধ্যে ওটস মিশিয়ে মুখে লাগান, তাহলেও আপনার মুখের ট্যান উঠে যাবে পুজোর আগেই।
চোখের ডার্ক সার্কেল কমাতে-
আলু চোখের নিচের কালো দাগ ও খুব সুন্দর ভাবে পরিষ্কার করে দেই। এর জন্য অল্প টমেটোর রস নিয়ে তার মধ্যে আলুর রস মিশিয়ে চোখের নিচেই লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তাতেই মিলবে ফল। এছাড়াও আলুর রসের সঙ্গে মধু মিশিয়েও চোখের নীচে ১০ মিনিট লাগিয়ে রাখুন। ডার্ক সার্কেল দূর করতে খুব ভালো ফল দেয় এই উপাদানটিও।
মাথার ত্বক ভালো রাখতে-
মাথায় যদি খুশকির সমস্যা থাকে, অথবা চুল উঠতে শুরু করে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আলুর রস। দেখবেন, খুব ভালো কাজ দেবে। এর জন্য একটি পাত্রে আলুর রস নেবেন, অ্যালোভেরা জেল নেবেন, আর মধু নেবেন দিয়ে সব উপাদান ভালো করে মেশাবেন। তারপর সেটি মাথার ত্বকে লাগাবেন। সপ্তাহে ১ দিন এটি ব্যাবহার করলেই হাতে নাতে ফল পাবেন।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন