Home জীবন যেমন ঘর-বাড়ি গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন এই নিয়মগুলি মেনে

গরমে এসির ব্যবহার অনেকের পক্ষেই সবসময় সম্ভব হয় না। বিদ্যুতের বিলের চাপ কিংবা অতিরিক্ত গরমে এসি কাজ না করলেও ঘর ঠান্ডা রাখার কিছু কার্যকরী উপায় রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই এসি ছাড়াই বাড়িতে স্বস্তি আনা যায়।

১. পর্দা ব্যবহার করুন সঠিকভাবে

দুপুরের রোদ সরাসরি ঘরে ঢুকলে ঘরের তাপমাত্রা বেড়ে যায়। তাই হালকা রঙের, মোটা কাপড়ের পর্দা লাগান। যেসব দিকে রোদ পড়ে, সেই জানালাগুলি সারাদিন বন্ধ রাখুন। রাতে ঠান্ডা হাওয়া ঢুকতে দিলে ভালো হয়।

window
ছবি: Canva

২. বাতাস চলাচলের ব্যবস্থা করুন

ঘরের ভেতর বাতাস চলাচল নিশ্চিত করতে জানালা ও দরজা কিছুক্ষণ খোলা রাখুন। সঠিকভাবে ফ্যানের অবস্থান বদলে বাতাসের প্রবাহ বাড়ান। চাইলে ঘরের একদিকে একটি বড় ফ্যান আর অন্যদিকে জানালা খোলা রাখুন, এতে দ্রুত গরম বাতাস বেরিয়ে যাবে।

৩. তাপ শোষণ করে এমন জিনিস ব্যবহার এড়িয়ে চলুন

ঘরে কার্পেট, মোটা সোফা বা ভারী কাপড়ের ব্যবহার কমান। এগুলো তাপ ধরে রাখে। হালকা তুলতুলে কাপড় বা বাঁশের আসবাব ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকে।

৪. রাতের বেলা ঠান্ডা বাতাস ধরুন

রাতের ঠান্ডা বাতাসকে কাজে লাগাতে রাতে জানালাগুলি খোলা রাখুন। চাইলে জানালার সামনে জলভর্তি বালতি রাখলে ঠান্ডা বাতাস আরও শীতল হয়ে ঢুকবে।

৫. বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমান

ওভেন, লাইট, টিভি ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি অতিরিক্ত তাপ সৃষ্টি করে। তাই খুব প্রয়োজন না হলে এগুলির ব্যবহার সীমিত রাখুন।

৬. ঘরের ছাদ ঠান্ডা রাখুন

যদি সম্ভব হয়, ছাদে জলের স্প্রে বা সাদা রঙের পেইন্ট করুন। এতে সূর্যের আলো প্রতিফলিত হবে এবং ঘরের ওপরের তাপমাত্রা অনেক কমে যাবে।

এসব সহজ উপায় মেনে চললে গরমের দিনে এসি ছাড়াই আপনার ঘর থাকবে স্বস্তিদায়ক ও ঠান্ডা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version