Home জীবন যেমন ঘর-বাড়ি ফেলে দেবেন না ব্যবহৃত টি-ব্যাগ! ঘর পরিষ্কার থেকে গাছের সার—জেনে নিন ১০...

ফেলে দেবেন না ব্যবহৃত টি-ব্যাগ! ঘর পরিষ্কার থেকে গাছের সার—জেনে নিন ১০ দারুণ ব্যবহার

ব্যবহৃত টি-ব্যাগ ফেলে দেবেন না। কার্পেটের গন্ধ দূর করা, বাসন পরিষ্কার, কাঠের ফ্লোরে চকচক ভাব ফেরানো, এয়ার ফ্রেশনার তৈরি থেকে গাছের সার—জেনে নিন ১০টি চমকপ্রদ ব্যবহার।

0
Tea Bag

চা করার পর আমরা সাধারণত ফেলেই দিই টি-ব্যাগ। কিন্তু ছোট্ট এই জিনিসটি মোটেই নয় ফেলনা। নানান রকম ভাবে কাজে আসে টি-ব্যাগ। আসুন দেখে নিই কী কী ভাবে পুনরায় ব্যবহার করা যায় টি-ব্যাগ। 

১) পুরনো কার্পেটের থেকে বোঁটকা গন্ধ দূর করে ব্যবহৃত টি ব্যাগের চা পাতা। পুরনো ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে নিন। টি ব্যাগের মধ্যে থেকে শুকনো চা পাতার সঙ্গে মিশিয়ে নিন এক চিমটে বেকিং সোডা গুঁড়ো। কার্পেটের যে জায়গা থেকে বোঁটকা গন্ধ বেরোচ্ছে সেখানে বুলিয়ে দিন বেকিং সোডা মেশানো চা পাতার মিশ্রণ। মিনিট ২০ রেখে দিয়ে জায়গাটার ওপর ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দিন। চা পাতা আর বেকিং সোডা ময়লা, ধুলোবালি ও বোঁটকা গন্ধ শুষে নেবে কার্পেট থেকে। নতুন লুক ও ফিল পাবে আপনার পুরনো কার্পেট। 

২) বাসনপত্রে অনেক সময় তেল চিটচিটে দাগ লেগে যায়। কিছুতেই পরিষ্কার করা যায় না। বাসনের মধ্যে গরম জল ঢালুন। এরমধ্যে একটা টি ব্যাগ ফেলে দিন। সারারাত ভিজিয়ে রেখে দিন। চা পাতার ট্যানিন তেল চিটচিটে দাগকে লুজ করে দেবে। সকালে খুব সহজেই তেল চিটচিটে বাসন পরিষ্কার করা সম্ভব। 

৩) কাঠের ফ্লোর বা আসবাবপত্রের চকচক ভাব আনতে সক্ষম টি ব্যাগ। কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ গরম জলে ফেলে দিন। চা তৈরি হলে কাপড়ে ভিজিয়ে তা দিয়ে বারবার ঘষে মুছুন কাঠের আসবাবপত্র বা ফ্লোর। নিমেষে চকচক করবে। 

৪) স্নান করার জলে দু’-একটা টি ব্যাগ ফেলে দিন। চা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে নরম করবে, আর্দ্র ভাব ফিরিয়ে আনবে। যদি জেসমিন বা শ্যামোমাইলের মতো সুগন্ধি চা ব্যবহার করেন তবে চায়ের সুগন্ধে মন রিল্যাক্স করবে। 

৫) ড্রয়ার, আলমারি, ফ্রিজ বা জুতোর বোঁটকা, দুর্গন্ধ দূর করে টি ব্যাগ। শুকনো ব্যবহৃত টি ব্যাগ রেখে দিলে তা সমস্ত দুর্গন্ধ দূর করবে। 

৬) ব্যবহৃত চা পাতা ও টি ব্যাগ খুব ভালো সারের কাজ করে। তাই আবর্জনায় না ফেলে দিয়ে সার হিসাবে চা পাতা ব্যবহার করুন আর গাছে দিন। 

৭) ময়লা ফেলার বালতি থেকে আবর্জনার দুর্গন্ধ করতে ফেলে দিন ব্যবহৃত টি ব্যাগ। সব দুর্গন্ধ দূর হয়ে যাবে। 

৮) দামি দামি এয়ার ফ্রেশনার না কিনে কয়েক মিনিটের মধ্যে টি ব্যাগ দিয়ে বানিয়ে ফেলুন নিজের পছন্দসই সুগন্ধি এয়ার ফ্রেশনার। ব্যবহৃত টি ব্যাগের মধ্যে পছন্দের এসেন্সিয়াল অয়েল ২-৩ ফোঁটা দিয়ে টাঙিয়ে রাখুন। সুন্দর গন্ধে ম ম করবে চারিদিক। 

৯) দাঁতের ব্যথায় অনেক সময় মাড়ি ফুলে যায়। ৫ মিনিটের জন্য ভেজা টি ব্যাগ মাড়ির ওপর রেখে মুখের মধ্যে কিছুক্ষণ ঘষুন। সমস্যা দূর হবে। 

১০) গাছে পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে স্প্রে বোতলে ভরে ঠান্ডা চা মাটি ও গাছে স্প্রে করুন। প্রাকৃতিক উপায় দূর হবে পোকামাকড়ের উপদ্রব। 

১১) বাড়িতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পারে টি ব্যাগ। ইঁদুর পেপারমিন্ট বা চায়ের গন্ধ সহ্য করতে পারে না। তাই পেপারমিন্ট ফ্লেভারের চা প্রাকৃতিক ভাবে ইঁদুর তাড়ানোর কাজ করে। কয়েকটি ব্যবহৃত পেপারমিন্ট ফ্লেভারের চা পাতার টি ব্যাগ গরম জলে ফোটান। এরমধ্যে বাসন পরিষ্কার করার তরল সাবান কয়েক ফোঁটা ফেলে দিন। মিশ্রণটা স্প্রে বোতলে ভরে চারিদিকে স্প্রে করুন অনাহূত অতিথি ইঁদুরকূলের উপদ্রব দূর হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version