Home জীবন যেমন সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে দেখানো হিংসা কী প্রভাব ফেলে কমবয়সিদের ওপর, কী...

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে দেখানো হিংসা কী প্রভাব ফেলে কমবয়সিদের ওপর, কী বলছে সমীক্ষা

0

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে প্রদর্শিত হিংসা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এইসব মাধ্যমে দেখানো হিংসা সমাজ ও ব্যক্তিজীবনে কী প্রভাব ফেলে, তা নিয়ে দীর্ঘ সময় ধরে নানারকম গবেষণা হয়েছে। সেই সব গবেষণায় দেখা গেছে, সমাজে সাম্প্রতিক ঘটা ঘটনার প্রতিফলন ঘটছে সিনেমা, সিরিয়াল আর ওটিটি সিরিজে। এর সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব পড়ে কমবয়সিদের ওপর।

সমীক্ষায় দেখা গেছে, কমবয়সিরা সিনেমা, সিরিয়াল ও ওটিটি সিরিজে যে হিংসা দেখে তাকে বেশি আকর্ষণীয় বলে মনে করে। মনের দিক থেকে তারা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়। তাই তারা হিংসার সিনেমা, সিরিয়াল, সিরিজ দেখতে বেশি ভালোবাসে। রিল লাইফে দেখা হিংসাকেই তারা রিয়েল লাইফে বাস্তব বলে মনে করে। সিনেমা, সিরিজে দেখা হিংসা দেখে এতটাই প্রভাবিত হয় যে বাস্তব জীবনেও হিংসার আশ্রয় নিতে ভয় পায় না।

গবেষণায় আরও দেখা গেছে, রিল পর্দায় হিংসা দেখে কমবয়সিরা সিনেমা, সিরিজের সেই সব চরিত্রকেই অনুসরণ করতে শুরু করে। পর্দার ‘সুপার হিরো’, ‘টাফ গাই’-দের দেখে অনুপ্রাণিত হওয়া কমবয়সিদের নিজস্ব দক্ষতায় ঘাটতি দেখা যায়। সিনেমায় দেখা হিংসা বাস্তব জীবনেও প্রতিফলিত করতে চায় কমবয়সিরা। অনেক সময় কমবয়সিরা সিনেমা, সিরিজে দেখা হিংসা দেখে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগতে শুরু করে। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। স্বপ্নেও হিংসার ঘটনা দেখতে থাকে।

আরও পড়ুন

চারিদিকে বাড়ছে অপরাধপ্রবণতা, কীভাবে বুঝবেন আপনার চেনা মানুষই একজন সাইকোপ্যাথ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version