আজকালকার দিনে শুধু মহিলারাই বিপদে পড়েন না। বিপদ তো বলে কয়ে আসে না। তাই পুরুষ, মহিলা নির্বিশেষে যে কোনো বয়সের মানুষই বিপদে পড়তে পারেন। সে জন্য সজাগ থাকা ও আগেভাগে সতর্ক থাকা প্রয়োজন। প্রয়োজনের সময় এমারজেন্সি সার্ভিস মানে নিজের প্রিয়জন, পুলিশ, দমকল ও কাছাকাছি থাকা কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার। সে ক্ষেত্রে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে নম্বর টিপে নয়, ফোনে থাকা এসওএস ফিচার ব্যবহার করলেই এই সুবিধা মিলবে।
আইফোনে কীভাবে এসওএস ফিচার চালু করবেন
আইফোনের সেটিংসে যান। স্ক্রোল করে নীচে নামুন। এমারজেন্সি এসওএস ফিচার ট্যাপ করুন। এমারজেন্সি সার্ভিসকে আপনাআপনি কল করতে অটো কল অপশন অন করে রাখুন। এতে ম্যানুয়ালি নম্বর টিপে কল করতে অসুবিধা হলেও এমারজেন্সি সার্ভিসকে অটোমেটিক কল করা যাবে। এমারজেন্সি কনট্যাক্ট সেট আপ করা থাকলে আপনার লোকেশন সমেত আপনার কল সেই সব ব্যক্তি বা পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে চলে যাবে। আইফোন ৮ বা পরবর্তী উন্নত ভার্সন থাকলে পাশের সাইড বোতাম ও ভলিউমের একটা বোতাম জোরে টিপে ছেড়ে দিন। এমারজেন্সি এসওএস ফিচার চালু হবে।
অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে এসওএস ফিচার চালু করবেন
সেটিংসে গিয়ে সার্চ বারে এসওএস বা এমারজেন্সি টাইপ করুন। স্মার্টফোনে এই ফিচার থাকলে সার্চ রেজাল্টে সামনে আসবে। এমারজেন্সি এসওএস ফিচার বা এমারজেন্সি অ্যাসিসট্যান্স অপশন চালু করে রাখুন। একাধিকবার পাওয়ার বোতাম ও ভলিউমের একটা বোতাম টিপলেই এসওএস ফিচার চালু হয়ে যাবে।
আরও পড়ুন
গঠনমূলক সামাজিকতা কীভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করে