গরমে যে শুধু ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়, তা নয়। ত্বকের পাশাপাশি এই একই সমস্যা দেখা দেয় চুল ও স্ক্যাল্পেও। তৈলাক্ত স্ক্যাল্প খুশকি ও চুলকানির সমস্যা বাড়িয়ে দেয়।
চুল আঠালো হয়ে যাওয়া, জট পাকা খুব বিরক্তিকর একটি ব্যাপার। এমন চুলে স্টাইল করা কঠিন। ঠিকঠক সামলানোও যায় না।
চুল আঠালো হয়ে গেলে প্রায় কমবেশি প্রত্যকেই এই ভুলটি করে থাকে। তা হলো এই চিটচিটে ভাব দূর করতে ঘন ঘন শ্যাম্পু করেন। ফলে মাথার ত্বক হয়ে যায় শুষ্ক। কিন্তু কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বরং জেনে নিন।
১। অ্যালোভেরা জেল ও লেবুর রস-
চুলের যে কোনও সমস্যার জন্য অ্যালোভেরা জেল বেশ ভালো কাজ করে। ১-২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ লেবুর রস এবং ১ কাপ জল মিশিয়ে রেখে দিন। শ্যাম্পু করার পর মিশ্রণটি চুলে মেখে রেখে দিন ৫-১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
২। অ্যাপল সিডার ভিনিগার-
৩-৪ চামচ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে পরিমাণমতো জল মিশিয়ে নিন। শ্যাম্পু দিয়ে তারপর মিশ্রণটি চুলে ভালোমতো লাগিয়ে নিন। কয়েক মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়।
৩। লেবুর রস-
লেবুর রস চুলের আঠালো ভাব কমাতে দারুণ কার্যকরী।
পরিমাণমতো ফোটানো জলের সঙ্গে দুটি লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেলে চুলে মেখে নিন মিশ্রণটি, ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুল ঝরঝরে করতে বেশ কাজ করে।
৪। মুলতানি মাটি-
এই মিশ্রণটি তৈরি করতে লাগবে মুলতানি মাটি ৪ চামচ, লেবুর রস ২ চামচ, জল পরিমাণমতো ও শাওয়ার ক্যাপ। সব উপাদান মিক্স করে স্মুথ পেস্ট তৈরি করে নিন। এই মিক্সচারটি আপনার স্ক্যাল্প ও চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল কভার করে ফেলুন। ১৫-২০ মিনিট চুলে রেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন।
৫। পুদিনা-
চুলের আঠালো ভাব দূর করতে পরিমাণমতো পুদিনা পাতা ও ১ টি লেবুর রস একসাথে পেস্ট করে নিন। এই হেয়ার মাস্কটি ১০-২০ মিনিট মাথায় লাগিয়ে রাখুন। এরপরে হালকা গরম জলে ধুয়ে নিন। এতে চুলের আঠালো ভাব দূর হবে।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন