আধুনিক সময়ে প্রত্যেকেই এখন নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য দিনে দিনে হয়ে উঠেছেন ফ্যাশন সচেতন। ফ্যাশনেবল পোশাক ও জুতোর পাশাপাশি বিভিন্ন রকম মন মাতানো সুগন্ধি বিশেষ করে পারফিউম ব্যবহার আগের তুলনায় এখন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।
গরমকালে স্বভাবতই বাড়তে শুরু করে তাপদাহ। বাইরে বেরোলেই তো ঘেমে একাকার হয়ে যেতে হয়। তাই এই সময়ে চাই বিভিন্ন রকম লং লাস্টিং পারফিউম।
১। অস্কার লেডি মিনি পকেট পারফিউম-

অস্কার ব্র্যান্ডের এই পারফিউমটি ৮ মিলিলিটার আছে।
২। এনগেজ ফেম পারফিউম ফর উইমেন-
ফ্লোরাল গন্ধের এই পারফিউমটির গন্ধ দীর্ঘক্ষণ থাকবে।
৩। ইয়ার্ডলি লন্ডন পারফিউম-
এই পারফিউমটি ১৪০ মিলিলিটার রয়েছে।
৪। র্যামসন্স লাক্সারি পারফিউম-
র্যামসন্স পারফিউমটি ৩০ মিলিলিটার রয়েছে। এর গন্ধ ইউ আর লাভলি।
৫। ইবা পিওর পারফিউম-
এই পারফিউমের গন্ধ ফ্রুটি এবং ফ্লোরাল প্রিন্টের।
৬। রেনী পারফিউম ব্লুম-
রেনী পারফিউমটি ৮ মিলিলিটার আছে।
৭। মিনিসো পারফিউম ফর উইমেন-
এই পারফিউমের গন্ধ হানি জ্যাসমিনের।
৮। সিক্রেট টেম্পটেশান ড্রিম পারফিউম ফর উইমেন-
ওয়াল্ড স্টোন ব্র্যান্ডের এই পারফিউমটি ৩৭০ মিলিলিটার আছে।
আরও পড়ুন: ৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কার্গো প্যান্ট