Home লাইফস্টাইল রঙের উৎসবে নিজেকে স্টাইলিশ দেখতে চান? তা হলে এই টিপসগুলিতে নজর বুলিয়ে...

রঙের উৎসবে নিজেকে স্টাইলিশ দেখতে চান? তা হলে এই টিপসগুলিতে নজর বুলিয়ে নিন

0

হোলি/দোলযাত্রার জোরদার প্রস্তুতি। রং-আবির আর খাওয়া-দাওয়ার পাশাপাশি উৎসবের দিন পরনে কী পোশাক থাকবে, তা নিয়েও রয়েছে চিন্তাভাবনা।

অধিকাংশেরই একটা সাধারণ অভ্যেস হোলির দিন পরনে থাকে পুরনো পোশাক। যাতে ভালো জামাকাপড় নষ্ট না হয়। কিন্তু আজকের দিনে, সেলফি এবং ফোটো তোলার প্রবণতা অনেক বেশি। তাই পোশাকআশাকেও বাড়তি গুরুত্ব আসে বইকি!

আপনি যদি এই উৎসবের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে চান, তবে কিছু টিপস জেনে নেওয়া ভালো। এই টিপসগুলি অবলম্বন করে, আপনিও ‘হোলি পার্টি’তে দুর্দান্ত এবং নিজেকে আলাদা করে তুলতে পারেন। তাই আর দেরি না করে চলুন আপনাকেও বলি এই স্টাইলিশ টিপসগুলো সম্পর্কে।

আপনি যদি রঙের উৎসবে সাদা পোশাক পরার কথা ভাবেন, তা হলে এর সঙ্গে বৈপরীত্য অনুযায়ী পোশাক পরুন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি সাদা শার্টের সঙ্গে একটি রঙিন টি-শার্ট পরতে পারেন। এর সঙ্গে ডেনিম জিন্স বা শর্টসও পরতে পারেন।

আজকাল, মাল্টি কালার টি-শার্টের চল রয়েছে। আপনিও র‍্যাম্বো প্রিন্ট বা মাল্টি কালার টি-শার্ট পরতে পারেন। এর সুবিধা হল, এই টি-শার্ট কেচে নিলে আবারও ব্যবহার করা যেতে পারে।

অনুষঙ্গ হিসেবে একটা স্কার্ফ সঙ্গে রাখতে পারেন। এ ছাড়াও থাকতে পারে একটা সানগ্লাস। এতে শুধু আপনাকে স্মার্ট দেখাবে না, একই সঙ্গে আপনার চোখকেও সুরক্ষিত রাখবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version