রবিবার বাংলাদেশের রাজবাড়ি জেলার খাপুড়া ও চর রামনগর মিলিটারি ট্রেনিং এরিয়ায় সেনাবাহিনীর মহড়ায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। মহড়ায় অংশ নিয়ে তিনি বলেন, “যে কোনও মুহূর্তে প্রয়োজনে পূর্ণ সাহস ও প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। মহড়া থেকেই যুদ্ধের বাস্তব প্রস্তুতির শুরু। সেনাবাহিনীর লক্ষ্য হল সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা এবং বিজয়ী হওয়া।”
দুপুর ১২টার কিছু আগে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে মহড়াস্থলে পৌঁছান মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মহড়ার শেষে নিজের বক্তব্যে ইউনূস বলেন, “একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ পাই। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রায় এক ঘণ্টার মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন কৌশল ও যুদ্ধ সক্ষমতা প্রদর্শিত হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মতে, এই মহড়া শুধু প্রস্তুতির অংশ নয়, বরং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী বার্তা।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us