Home খবর দেশ ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা, চালু করল কুইক কমার্স অ্যাপ ব্লিঙ্কিট

১০ মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা, চালু করল কুইক কমার্স অ্যাপ ব্লিঙ্কিট

0

জরুরি পরিস্থিতিতে রোগী ও রোগীর পরিজনদের কাছে এক একটা মুহূর্ত খুবই দামি। হাসপাতালে পৌঁছোতে যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বুল্যান্স বাড়ির দোরগোড়ায় পৌঁছচ্ছে ততক্ষণ চিন্তার শেষ থাকে না। জরুরি পরিস্থিতিতে মাত্র ১০ মিনিটের মধ্যে বাড়ির দরজায় হাজির হবে অ্যাম্বুল্যান্স। সম্প্রতি গুরুগ্রামে নতুন পরিষেবা চালু করল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোর মালিকানাধীন কুইক কমার্স অ্যাপ ব্লিঙ্কিট (Blinkit)।

মুদিসামগ্রীর পাশাপাশি এ বার অ্যাম্বুল্যান্সও ১০ মিনিটের মধ্যে হাজির হবে বলে জানিয়েছেন কোম্পানির সিইও অলবিন্দর ঢীন্ডসা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, পরিষেবাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স দিয়ে চালু করা হয়েছে। তাঁর দাবি, “আমাদের লক্ষ্য মুনাফা নয়। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে এই পরিষেবাটি পরিচালনা করা হবে এবং দীর্ঘমেয়াদী জটিল সমস্যাটির সমাধানে বিনিয়োগ করা হবে।”

অ্যাম্বুল্যান্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AED), স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, জরুরি ওষুধ এবং ইঞ্জেকশনের মতো চিকিৎসা সরঞ্জাম। অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত ড্রাইভারও থাকবেন।

পাঁচটি অ্যাম্বুল্যান্স এর মধ্যেই গুরুগ্রামের রাস্তায় নামানো হয়েছে। ব্যবহারকারীরা ব্লিঙ্কিট অ্যাপের মাধ্যমে একটি বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। আগামী দু’বছরের এই পরিষেবা দেশের আরও অনেক শহরে চালু করা হবে। সমস্ত বড় শহরে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে ব্লিঙ্কিট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version