Home খবর বাংলাদেশ বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে...

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

Bangladesh Pir Body Burnt
ঘটনার পর থমথমে এলাকা। ছবি বিবিসি বাংলা থেকে নেওয়া

বাংলাদেশের রাজবাড়ি জেলার গোয়ালন্দে ভয়াবহ ঘটনা। স্থানীয় ধর্মগুরু পীর নুরুল হক ওরফে ‘নুরুল পাগলা’র মৃত্যুর পর কবর দেওয়া হয়েছিল তাঁর দেহ। কাবা শরিফের আদলে নির্মিত ওই সমাধি নিয়েই শুরু হয় বিতর্ক। শুক্রবার মৌলবাদী সংগঠন ‘তৌহিদি জনতা’র ব্যানার নিয়ে দফায় দফায় হামলা চালায় দুষ্কৃতীরা।

হামলার সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভস্মীভূত দেহ

দুষ্কৃতীরা প্রথমে নুরুল হকের বাড়ি ও দরবারে ভাঙচুর চালায়। দরজা ভেঙে আগুন লাগানো হয়। পুলিশ আগেই মোতায়েন থাকলেও বিপুল জনতার চাপে ব্যর্থ হয় তারা। পরে র‍্যাব ও সেনাবাহিনী পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দ্বিতীয় দফার হামলায় মৌলবাদীরা নুরুল হকের দেহ কবর থেকে তুলে এনে রাস্তার উপরেই পুড়িয়ে দেয়। এই সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

সরকারের নিন্দা, সমালোচকদের কটাক্ষ

ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে নিন্দা করে জানিয়েছে, “এই বর্বরতা সহ্য করা হবে না। আইনের শাসন বজায় রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন।”

তবে সমালোচকদের মতে, মৌলবাদীদের লাগাম টানতে ব্যর্থ হয়েছে প্রশাসন। মুখে কঠোর বার্তা দিলেও কার্যত পরিস্থিতি সামলাতে পারছে না সরকার।

প্রতিবাদে সরব তসলিমা নাসরিন

ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি লেখেন, “ওয়াহাবি জঙ্গিরা গোয়ালন্দের এক স্থানীয় পীরের লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দিয়েছে। মৃতদেহকে মাটির নীচে চাপা দেওয়া হোক, কী পোড়ানো হোক— কোনও ফারাক নেই। মানুষ ততক্ষণই মানুষ, যতক্ষণ শরীরে প্রাণ আছে।” তিনি আরও লেখেন, “ওয়াহাবি জঙ্গিরা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। কারও কথা বা কাজ পছন্দ না হলে তাকে আর বাঁচতে দিচ্ছে না। তাদের অপরাধের কোনও শাস্তি হচ্ছে না। মবোক্রেসির যুগে জঙ্গিরা হিরো।” নিন্দা জানিয়ে তিনি মন্তব্য করেন, “ইসলাম যতদিন আছে, ততদিন জি হা দি জ ঙ্গি থাকবেই।

সামগ্রিক পরিস্থিতি

গোয়ালন্দের ঘটনাকে ঘিরে দেশজুড়ে প্রবল সমালোচনা চলছে। একদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। এই হামলার ঘটনায় ‘নুরুল পাগলা’র পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

আরও পড়ুন: মার্কিন শুল্কের চাপ নিয়েও রাশিয়ার তেল কিনবে ভারত, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version