বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্য দিকে যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভৈরব রেল স্টেশনের ক্রসিংয়ে যাত্রী শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেই ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। হতাহতদের উদ্ধার করার কাজে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে হাত লাগান। ট্রেনের বগির নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us