বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে এক দিনের ব্যবধানে ভিন্ন বার্তা দিল ইসকন। বৃহস্পতিবার বাংলাদেশ ইসকন জানিয়েছিল, চিন্ময়ের কোনও কর্মকাণ্ডের দায় তারা নেবে না, কারণ তিনি সংগঠনের সদস্য নন। তবে শুক্রবার সকালে নতুন বিবৃতিতে ইসকন স্পষ্ট জানায়, চিন্ময়ের অধিকার ও হিন্দু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে তারা সমর্থন করছে।
ইসকনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টা সমর্থনযোগ্য। তিনি আমাদের প্রতিনিধি না হলেও, তাঁর থেকে আমরা দূরত্ব তৈরি করিনি।’’
উল্লেখ্য, গত সোমবার চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। তাঁর গ্রেফতারির পর চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। সংঘর্ষে চট্টগ্রামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।
চিন্ময়কৃষ্ণ বাংলাদেশে ‘সনাতনী জাগরণ মঞ্চ’-এর মুখপাত্র ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি নানা সভা-সমাবেশ করেন। এই কর্মসূচির জেরে স্থানীয় বিএনপি নেতা তাঁর বিরুদ্ধে মামলা করেন।
চিন্ময়ের গ্রেফতারির পর বাংলাদেশ সরকার ইসকনকে ‘ধর্মীয় মৌলবাদী সংগঠন’ আখ্যা দেয় এবং নিষিদ্ধ করার দাবি তোলে। যদিও আদালত সেই দাবি খারিজ করেছে।
পরিস্থিতির জটিলতা বাড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকারও।
আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, মাথা ফাটল পুলিশ কর্মীর
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us