Home খবর বিদেশ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ১৬,০০০ গ্যালন জল, লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামল...

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ১৬,০০০ গ্যালন জল, লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামল ‘সুপার স্কুপারস’

0

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত। এই পরিস্থিতিতে কানাডার ‘সুপার স্কুপার’ নামে পরিচিত সিএল-৪১৫ বিমান দাবানল নেভানোর জন্য বিশেষ ভূমিকা রাখছে। এই বিমানগুলি দ্রুত জল সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী ফোম মিশিয়ে আগুনে ছিটিয়ে দেয়। যার ফলে আগুন নেভানোর কাজ আরও সহজ হয়।

‘সুপার স্কুপার’ বিমান একবারে ১,৬০০ গ্যালন জল সংগ্রহ করতে সক্ষম। যা হেলিকপ্টারের অগ্নিনির্বাপণ-ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর। এছাড়া, এই বিমানগুলিকে জল সংগ্রহের জন্য অবতরণ করতে হয় না। ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে যে কোনো জলাশয়ের উপর দিয়ে উড়ে জল সংগ্রহ করতে পারে। এতে মাত্র মাত্র ১২ সেকেন্ড সময় নেয়। একবার জল সংগ্রহ করার পর, বিমানটি ৩৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে আগুনের স্থানে পৌঁছে একসঙ্গে জল ঢালতে পারে। পাশাপাশি চারটি দরজা দিয়েও ধাপে ধাপে জল ছড়াতে পারে।

কানাডার কাছ থেকে ৩০ বছরের চুক্তিতে দুটি ‘সুপার স্কুপার’ বিমান ভাড়া নিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। তবে, এর মধ্যে একটি বিমান একটি বেআইনি ড্রোনের সঙ্গে সংঘর্ষের কারণে ক্ষতিগ্রস্ত হয়। পাইলটরা সংঘর্ষের কথা না জানলেও বিমানটি নিরাপদে অবতরণ করে। মেরামতের পর বিমানটি পুনরায় কাজে নামতে পারে।

কানাডার সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তারা লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত দুটি সিএল-৪১৫ বিমান সরবরাহ করবে।

উল্লেখযোগ্য ভাবে, এই দাবানলে এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ১২ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস এবং ১ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫০ বিলিয়ন ডলার। এর প্রভাবে বেশ কয়েক জন জনপ্রিয় হলিউড তারকার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:

নতুন করে দাবানল! লুটপাট, মোতায়েন ন্যাশনাল গার্ড, লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ পরিস্থিতি

লস অ্যাঞ্জেলেসে দাবানল এতটাই ভয়াবহ যে মহাকাশ থেকেও ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে

লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ভয়াবহ দাবানল, ৩,০০০ একর জুড়ে ধ্বংসযজ্ঞ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version