নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে ভারতীয় যাত্রীবোঝাই একটি বাস পড়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন, যাদের সবাই ভারতীয় বলে জানা গেছে।
নেপাল পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে যে বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল এবং বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বাসটির রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে দেখা হচ্ছে এবং রাজ্যের কোনও বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
#WATCH | Nepal | An Indian passenger bus with 40 people onboard has plunged into the Marsyangdi river in Tanahun district, confirms Nepal Police.
— ANI (@ANI) August 23, 2024
“The bus bearing number plate UP FT 7623 plunged into the river and is lying on the bank of the river,” DSP Deepkumar Raya from the… pic.twitter.com/P8XwIA27qJ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন এবং সেখান থেকে শুক্রবার সকালে বাসটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রসঙ্গত, গত জুলাই মাসেও নেপালের ত্রিশূলি নদীতে দু’টি বাস ভেসে গিয়েছিল, যেখানে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। বর্তমানে নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি নদীগুলি ফুঁসছে, যার ফলে বর্ষার মরসুমে ইতিমধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে এবং ৯০ জন আহত হয়েছেন।