পাকিস্তান : পাকিস্তানে দুষ্কৃতি হামলায় মৃত্যু দুই দুঁদে গোয়েন্দা কর্তার। পাক পঞ্জাব প্রদেশে দুই গোয়েন্দা কর্তাকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় ঘাতকরা। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে একটি রেঁস্তোরার বাইরে। পঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার পুলিশ সুপার মুর্তাজা ভাট্টি জানিয়েছেন, “মঙ্গলবার রাতে রেস্তোরাঁর সামনে তাঁদের গাড়ি রাখছিলেন ওই দুই গোয়েন্দা কর্তা। এই সময় মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় তাঁদের”।
পাক প্রশাসন সূত্রে খবর, নিহত গোয়েন্দা কর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের পরিচালক ছিলেন। জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান গোষ্ঠীর সদস্যদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
উল্লেখ্য, পাক তালিবানদের নিকেশে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। এরপরেই পাকিস্তানকে পাল্টা হুমকি দেয় তালিবান নেতা আহমেদ ইয়াসির। তাই এই ঘটনার সঙ্গে তেহরিক-ই তালিবান পাকিস্তান যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামবাদ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।