Home খবর বিদেশ সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’,...

সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’

0
‘এক্স’ থেকে স্ক্রিনশট নেওয়া।

পেনসিলভানিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তাঁর বক্তৃতার মাঝপথে। সামনে রাখা লেকটার্নে (গির্জায় যে টেবিলের সামনে বক্তৃতা করা হয়) হাত রেখে ডান দিকে ঘুরেছেন – হঠাৎ বেশ কিছু গুলির শব্দে সন্ত্রস্ত হয়ে উঠল সভাস্থল। স্থানীয় সময় তখন সন্ধে সোয়া ছ’টা।

ট্রাম্প তাঁর ডান কান ধরে বসে পড়লেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা ‘নেমে আসুন’, ‘নেমে আসুন’ বলতে বলতে মঞ্চের দিকে ছুটে এলেন। প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে ধরলেন তাঁরা। ওদিকে তখনও আরও কিছু গুলির শব্দ শোনা গেল।

ট্রাম্পকে মাটিতে নামিয়ে আনার সময় আর-এক রাউন্ড গুলির শব্দ শোনা গেল আর শোনা গেল জনতার মধ্যে থেকে বিপুল চিৎকার। প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি করার প্রায় ৪৫ সেকেন্ড পর সমাবেশে মাইক্রোফোনে সিক্রেট এজেন্টদের বলতে শোনা গেল, “বন্দুকবাজ পড়ে গেছে।”

একজন এজেন্ট জিজ্ঞাসা করলেন, “আমরা কি এগোনোর মতো অবস্থায় আছি?”

আর-এক এজেন্ট জিজ্ঞাসা করলেন, “আমাদের পথ পরিষ্কার?”

“আমাদের পথ পরিষ্কার”, এক এজেন্ট এ কথা বলতে বলতেই ট্রাম্পকে তাঁর পায়ের উপর ভর দিয়ে তোলা হল। তাঁর কান আর মুখে রক্ত।

কাছাকাছিই ট্রাম্পের এসইউভি দাঁড়িয়ে রয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্টরা তাঁকে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ট্রাম্প তাঁদের অপেক্ষা করতে বললেন। নিজের মুষ্টিবদ্ধ হাত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে উঁচু করে তুলে ধরতেই, জনতা চিৎকার করে উঠল। ট্রাম্প তিনবার চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’। জনতা তখন চিৎকার করে বারবার বলতে থাকল ‘ইউএসএ’, ‘ইউএসএ’। এরই মাঝে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে তাঁর গাড়ির দিকে নিয়ে গেলেন।

সিক্রেট সার্ভিস সূত্রে জানা গিয়েছে, সমাবেশে শ্রোতা হিসাবে উপস্থিত একজন নিহত হয়েছেন। জখম দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এফবিআই জানিয়েছে, হতাহতরা সবাই পুরুষ।

সামনের সপ্তাহেই রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন বসছে। তাতে ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হবে। তার আগেই এই ঘটনা সংশ্লিষ্ট সকলকে চিন্তায় ফেলে দিল।

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের ডান কানে লেগে বেরিয়ে গেল গুলি, বন্দুকবাজ-সহ ২ জন নিহত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version