Homeখবরবিদেশসমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’,...

সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’

প্রকাশিত

পেনসিলভানিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তাঁর বক্তৃতার মাঝপথে। সামনে রাখা লেকটার্নে (গির্জায় যে টেবিলের সামনে বক্তৃতা করা হয়) হাত রেখে ডান দিকে ঘুরেছেন – হঠাৎ বেশ কিছু গুলির শব্দে সন্ত্রস্ত হয়ে উঠল সভাস্থল। স্থানীয় সময় তখন সন্ধে সোয়া ছ’টা।

ট্রাম্প তাঁর ডান কান ধরে বসে পড়লেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা ‘নেমে আসুন’, ‘নেমে আসুন’ বলতে বলতে মঞ্চের দিকে ছুটে এলেন। প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে ধরলেন তাঁরা। ওদিকে তখনও আরও কিছু গুলির শব্দ শোনা গেল।

ট্রাম্পকে মাটিতে নামিয়ে আনার সময় আর-এক রাউন্ড গুলির শব্দ শোনা গেল আর শোনা গেল জনতার মধ্যে থেকে বিপুল চিৎকার। প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি করার প্রায় ৪৫ সেকেন্ড পর সমাবেশে মাইক্রোফোনে সিক্রেট এজেন্টদের বলতে শোনা গেল, “বন্দুকবাজ পড়ে গেছে।”

একজন এজেন্ট জিজ্ঞাসা করলেন, “আমরা কি এগোনোর মতো অবস্থায় আছি?”

আর-এক এজেন্ট জিজ্ঞাসা করলেন, “আমাদের পথ পরিষ্কার?”

“আমাদের পথ পরিষ্কার”, এক এজেন্ট এ কথা বলতে বলতেই ট্রাম্পকে তাঁর পায়ের উপর ভর দিয়ে তোলা হল। তাঁর কান আর মুখে রক্ত।

কাছাকাছিই ট্রাম্পের এসইউভি দাঁড়িয়ে রয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্টরা তাঁকে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ট্রাম্প তাঁদের অপেক্ষা করতে বললেন। নিজের মুষ্টিবদ্ধ হাত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে উঁচু করে তুলে ধরতেই, জনতা চিৎকার করে উঠল। ট্রাম্প তিনবার চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’। জনতা তখন চিৎকার করে বারবার বলতে থাকল ‘ইউএসএ’, ‘ইউএসএ’। এরই মাঝে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে তাঁর গাড়ির দিকে নিয়ে গেলেন।

সিক্রেট সার্ভিস সূত্রে জানা গিয়েছে, সমাবেশে শ্রোতা হিসাবে উপস্থিত একজন নিহত হয়েছেন। জখম দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এফবিআই জানিয়েছে, হতাহতরা সবাই পুরুষ।

সামনের সপ্তাহেই রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন বসছে। তাতে ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হবে। তার আগেই এই ঘটনা সংশ্লিষ্ট সকলকে চিন্তায় ফেলে দিল।

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের ডান কানে লেগে বেরিয়ে গেল গুলি, বন্দুকবাজ-সহ ২ জন নিহত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...