২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে প্রত্যাবর্তন ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের। এই ঘটনার রেশ ধরেই একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে এক পাকিস্তানি তরুণী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করছেন। এই ভিডিওটি প্রথম ২০১৮ সালের ডিসেম্বরে সিয়াসাত.পিকে-তে প্রকাশিত হয়েছিল। তবে তখন এটি তেমন জনপ্রিয়তা পায়নি। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর, সোশ্যাল মিডিয়ায় এটি ফের আলোচনায় উঠে এসেছে এবং দ্রুত জনপ্রিয়তাও লাভ করেছে।
“ঘর কে কালেশ” নামে জনপ্রিয় এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আবারও পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫.৫ লক্ষ মানুষ এটি দেখেছেন। ভিডিওটিতে দেখা যায়, ওই তরুণী আত্মবিশ্বাসের সঙ্গে উর্দুতে নিজেকে মুসলিম ও পঞ্জাবি পরিচয় দিয়ে ট্রাম্পকে তাঁর বাবা বলে দাবি করছেন। তিনি আরও বলেন, ট্রাম্প তাঁর মাকে দায়িত্বহীন মনে করতেন এবং বিশ্বাস করতেন যে তাঁর মা তাঁকে সঠিকভাবে দেখাশোনা করতে পারবেন না।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেক মজার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “অর্থনীতি এতটা বাজে যে মানুষ মজা নিতেও মদ খায়।”
কেউ কেউ মজা করে লিখেছেন, “পাকিস্তানে কি এখন কপিল শর্মা শো চলছে?” আবার অন্যজন মন্তব্য করেছেন, “কেউ বিখ্যাত হলেই অনেকে তাঁর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক খুঁজে পায়।”
ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন
ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার ঘটনা বহুবিধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে ট্রাম্প-বিরোধীরা আবেগে ভেঙে পড়ছেন বা ক্ষোভ প্রকাশ করছেন। এর মধ্যে একটি ভিডিওতে এক তরুণীকে ট্রাম্পের বিজয়ী বক্তৃতার সময় টিভি সেট ভাঙতে দেখা যায়। তবে পাকিস্তানি তরুণীর এই ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম এবং এটি ট্রাম্পের জয়ের পর একটি বিশেষ রকমের মজা ও আগ্রহের জন্ম দিয়েছে।
পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ২১, আহত ৩০-এর বেশি