যুদ্ধবিরতির আগে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইজরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সকাল ৮:৩০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া ১১:১৫ পর্যন্ত ইজরায়েলি বিমান হামলায় ১৩ জন প্যালেস্টাইনবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সংস্থা।
নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “যতক্ষণ না ইজরায়েলের হাতে বন্দিদের মুক্তির তালিকা পৌঁছাচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না।”
হামাস জানিয়েছে, “প্রযুক্তিগত কারণে এবং ময়দানের জটিল পরিস্থিতি ও চলমান হামলার জন্য” তালিকা প্রকাশ করতে দেরি হয়েছে। প্রায় তিন ঘণ্টার বিলম্বের পর হামাস রোমি গোনেন, ডোরন স্টেইনব্রেখার এবং এমিলি দামারির নাম প্রকাশ করে, যারা রবিবার মুক্তি পাবে।
একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির কার্যকর হওয়ার আগে ৪৮ ঘণ্টার ‘শান্তি’ চেয়েছিলেন, কিন্তু ইজরায়েলি হামলার ফলে তালিকা পাঠানো কঠিন হয়ে পড়ে।”
ইজরায়েল, প্রায় দুই ঘণ্টা পরে তালিকা হাতে পাওয়ার কথা জানায় এবং ঘোষণা করে যে যুদ্ধবিরতি স্থানীয় সময় ১১:১৫টায় শুরু হবে।
হামাসের তিন বন্দির নাম প্রকাশের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার পরিস্থিতি এখনও উত্তপ্ত। হামাস এবং ইজরায়েলের মধ্যকার এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি মানবিক সংকটের সৃষ্টি করেছে।