রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই দ্রুততার সঙ্গে বহু দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ভানু ভাস্কর।
সেক্টর ১৯-এ অবস্থিত মহাকুম্ভ মেলায় থাকা ক্যাম্পগুলিতে একের পর এক দুটি-তিনটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এডিজি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সমস্ত মানুষ নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। ঘটনার তদন্ত শুরু হবে।”
জেলা শাসক রবীন্দ্র কুমার মান্দার একটি ভিডিও বার্তায় বলেন, “সকাল সাড়ে ৪টার দিকে সেক্টর ১৯-এর গীতা প্রেসে আগুন লাগার খবর পাই। দ্রুত পুলিশ এবং দমকল বাহিনী সেখানে পৌঁছায়। গীতা প্রেসের পাশাপাশি ১০ প্রয়াগওয়ালদের তাবুতেও আগুন ছড়িয়ে পড়ার খবর আসে। সমস্ত আগুন নেভানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কোনো প্রাণহানি ঘটেনি।”
ঘটনার গুরুত্ব বুঝে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণকার্য ত্বরান্বিত করার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
উত্তরপ্রদেশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও এনডিআরএফ, এসডিআরএফের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ-র দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে যেভাবে সমন্বিতভাবে কাজ করা হয়েছে, তা প্রশংসনীয়।