গ্রিসের রোডস দ্বীপে বিস্তৃর্ণ এলাকায় দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। এলাকা থেকে কয়েক হাজার মানুযকে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল সূত্রে খবর এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সারা ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ চলছে। তার মধ্যে দাবানলের সঙ্গে লড়াই করছে দ্বীপটি। দেশের জলবায়ু সঙ্কট ও নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এই দাবানলের কারণে কোনও হতাহতের খবর নেই।
দাবানলের আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য ১৭৩ জন দমকল কর্মী ও পাঁচটি হেলিকপ্টার ওই এলাকায় কাজ করছে। আগুনে তিনটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যে সব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে, লায়েরমা, লারডোস ও আস্কলিপি।
দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকা থেকে বাসিন্দাদের তুলে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যেতে উপকূল রক্ষী বাহিনীকে সাহায্য করছে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোও। গ্রিক নৌবাহিনীর জাহাজগুলিও দ্বীপের কাছে পৌঁছেছে।
A passenger in airplane records flames "swallowing" the island of #Rhodes..#Ροδοςπυρκαγιά #Ροδου #Rhodos #rhodesfires #Πυρκαγια #Greece #Greecewildfires #Fire #wildfire #wildfires pic.twitter.com/XRqngneaOc
— Siraj Noorani (@sirajnoorani) July 23, 2023
নিরাপদ জায়গায় যাওয়ার জন্য পর্যটকদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এখনও অনেক পর্যটক প্রচণ্ড গরমে সৈকতে আটকা পড়ে রয়েছেন।
রোডসের ডেপুটি মেয়র জানিয়েছেন, বাতাসের কারণে শনিবার আগুন ছড়িয়ে পড়ে এবং পর্যটন এলাকার দিকে চলে আসে।
সপ্তাহান্তে গ্রিসে মারাত্মক দাবদাহ ছিল। আবহাবিদরা জানিয়েছেন তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে। যা দেশে গত পঞ্চাশ বছরে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ছুঁতে পারে।