Home খবর বিদেশ হিজবুল্লার ড্রোন হামলা ‘শনাক্ত করা এবং আটকানো’ কি ইজরায়েলের পক্ষে কঠিন হয়েছে...

হিজবুল্লার ড্রোন হামলা ‘শনাক্ত করা এবং আটকানো’ কি ইজরায়েলের পক্ষে কঠিন হয়েছে পড়ছে?

0

হিজবুল্লার ড্রোন ও রকেট হামলায় উত্তাল ইজরায়েলের উত্তরের শহরগুলো। ইজরায়েলের উত্তরে হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলা। বৃহস্পতিবার তেল আবিবে দুইবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এর পাশাপাশি হিজবুল্লার পাঠানো প্রায় ১৩৫টি রকের ও ড্রোন ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। বিশেষত ড্রোনগুলো ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারণ সেগুলো খুবই নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং আটকানো কঠিন হচ্ছে।

এ ধরনের ড্রোনগুলোকে বেশি বিপজ্জনক হিসেবে ধরা হচ্ছে কারণ এগুলো বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে। এছাড়াও হিজবুল্লার নতুন ধরনের রকেটগুলো আরও সুনির্দিষ্ট এবং আঘাতের পরিধি বেশি, যেমন বুধবার অ্যাক্রের একটি ফ্যাক্টরিতে আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।

হিজবুল্লা জানিয়েছে, ইজরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে এবং তারা এসব আক্রমণকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে আঘাত হানে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ইজরায়েলের উত্তরাঞ্চলে বর্তমানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলের নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য ইজরায়েল যুদ্ধের হুমকি দিয়েছে।

সাম্প্রতিক হামলাগুলির প্রেক্ষাপটে ইজরায়েল প্রতিরক্ষার নানা ব্যবস্থা নিয়ে কাজ করছে, তবে ড্রোন এবং রকেট হামলার মাধ্যমে হিজবুল্লার আক্রমণ ইজরায়েলের উত্তরাঞ্চলকে সংকটে ফেলেছে।

প্রসঙ্গত, দিন দশেক আগে হিজবুল্লার একটি ড্রোন ইজরায়েলের প্রখ্যাত আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চার সেনাকে হত্যা করে এবং ওই হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়ে। এই ঘটনার পর ইজরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে এত সহজে ব্যর্থ হল সে বিষয়ে তদন্ত শুরু করে। বিশেষজ্ঞদের মতে, আয়রন ডোম, যা রকেটের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, এটি হিজবুল্লার ড্রোনটি আটকাতে ব্যর্থ হয়েছে।

হিজবুল্লার ড্রোন ইজরায়েলি আকাশসীমায় অননুমোদিত ভাবে প্রবেশ করার ঘটনা এই প্রথম নয়। আগে ১১ এপ্রিল তারিখে, একটি হিজবুল্লার ড্রোন “ওয়েস্টার্ন গ্যালিলি” এলাকায় ৯ মিনিট ধরে অননুমোদিত ভাবে উড়েছিল। সব মিলিয়ে, হিজবুল্লার ড্রোনগুলো ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version