ইজরায়েল-হিজবুল্লা সংঘাত, বার্ষিকীতে নতুন করে যুদ্ধের আভাস মধ্যপ্রাচ্যে
আজ, সোমবার ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের এক বছর পূর্ণ হল। হামাসের বিরুদ্ধে সফল অভিযান চালানোর পর, ইজরায়েল এখন লেবাননের বিতর্কিত সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচছে। এদিকে, হিজবুল্লা আজ ইজরায়েলি শহর হাইফায় হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে।
হিজবুল্লার দাবি অনুযায়ী, এই হামলা ইজরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের ভূখণ্ডে প্রবেশের প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষিতে করা হয়েছে। ইরান সমর্থিত এই সংগঠন জানায়, তারা ‘ফাদি ১’ মিসাইল ব্যবহার করে হাইফায় একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।
ইজরায়েলি পুলিশ জানিয়েছেন, হাইফায় রকেট হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে পাঁচটি রকেট ছোড়া হয়েছে, যার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়েছে।
হামলার ফলে বেশ কয়েকটি ভবন এবং আবাসিক সম্পত্তির ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে বেশ কিছু ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ইজরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে রিসন লেজিয়ন ও পালামাচিমের কেন্দ্রীয় এলাকাগুলিতে সাইরেনের আওয়াজ শোনার পর পূর্ব দিক থেকে চালানো দুটি ড্রোন আটক করেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের পরিবেশ সকলকে উদ্বিগ্ন করে তুলেছে, বিশেষ করে যখন দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বাড়ছে। সবার নজর এখন এই সংকটের পরবর্তী পর্যায়ে, যেখানে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়তে পারে।