আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন আরও তীব্র করছে জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট। পঞ্চমীতে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে তারা। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই অনশন চলবে ১২ ঘণ্টা, রাত ৯টা পর্যন্ত। জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, এই প্রতীকী অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, এবং স্বাস্থ্যকর্মীরাও।
সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তারেরা। পাশাপাশি, বিকেল সাড়ে ৪টায় একটি ‘মহামিছিল’-এরও আয়োজন করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল অনশন মঞ্চে গিয়ে শেষ হবে। মিছিলে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাত থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সাত জন জুনিয়র ডাক্তার। প্রথমে ছ’জন অনশন শুরু করেছিলেন, পরে রবিবার তাঁদের সঙ্গে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। এখনও পর্যন্ত সরকার থেকে কোনও সাড়া না মেলায়, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সাধারণ মানুষের সমর্থনে ধর্মতলা চত্বরে ভিড়ও বাড়ছে। সোমবার সকালে ২৪ ঘণ্টার জন্য কয়েক জন সিনিয়র ডাক্তারও জুনিয়রদের সমর্থনে অনশনে যোগ দিয়েছেন।
আরজি কর-কাণ্ডে গণধর্ষণের অভিযোগ ওড়াল সিবিআই, এক জনই অভিযুক্ত চার্জশিটে