লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। ১২,০০০-এরও বেশি ঘর-বাড়ি ও হোটেল ধ্বংস হয়েছে। আগুনের তাণ্ডব ছড়িয়েছে সান ফ্রান্সিসকোর থেকেও বড় একটি এলাকাজুড়ে। গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল প্রবল সান্তা আনা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বাতাস বুধবার পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।
ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, প্যালিসেডস, ইটন, কেনেথ এবং হার্স্ট নামে চার অঞ্চলের আগুন প্রায় ১৬০ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে। যদিও দাবানলের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি, প্রাথমিক অনুমানে এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলির মধ্যে একটি বলে ধরা হচ্ছে। অ্যাকিউওয়েদারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি থেকে ১৫ হাজার কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
দাবানল প্যাসিফিক প্যালিসেডস এবং আল্টাডেনার মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ব্যাপক ধ্বংস সাধন করেছে। প্রায় দেড় লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। ৯টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৭০০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। রবিবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, প্যালিসেডস আগুনের ১১ শতাংশ এবং ইটন আগুনের ২৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটে ক্যালিফোর্নিয়ার প্রায় ৭০,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন, যার অর্ধেকেরও বেশি লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে। স্থানীয় প্রশাসনের মতে, অঞ্চলজুড়ে পয়ঃনিষ্কাশন, পানীয় জল এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর গুরুতর প্রভাব পড়েছে।