নেপালের আকাশে আবারও ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। কাঠমান্ডু থেকে রওনা হওয়া একটি হেলিকপ্টার পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়েছে। এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।
বুধবার দুপুরে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল এয়ার ডাইন্যাস্টি নামক নেপালি বিমান সংস্থার কপ্টারটি। গন্তব্য ছিল রসুয়া। কিন্তু মাঝপথে নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে কপ্টারটির। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কপ্টারটি ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর ১টা ৫৪ মিনিটে উড়েছিল। সূর্যচৌরে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিছুতেই যোগাযোগ করা যাচ্ছিল না। পরে খবর আসে, এয়ার ডাইন্যাস্টির কপ্টারটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। কপ্টারে মোট কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূর্যচৌরে পৌঁছে গিয়েছে একাধিক উদ্ধারকারী দল।
ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা
কিছু দিন আগেই ত্রিভুবন বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ঘটনায় মোট ১৯ জন ছিলেন, পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার কারণেই সেই দুর্ঘটনা ঘটেছিল। তার এক মাসও কাটেনি, আবার নেপালে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।