Home খবর বাংলাদেশ ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে...

ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা

ইসিবি চত্বরে সড়কে পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। ছবি প্রথম আলো থেকে নেওয়া

রাজধানী ঢাকার সড়কে আজ বুধবার যান চলাচল বেড়ে গেছে। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন ট্রাফিক সিগন্যালগুলোতে দায়িত্ব পালন করতে নেমে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজ।

গণভবনের সামনে, শিয়া মসজিদ মোড়ে, টিএসসি এলাকা, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১২ নম্বরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা পালাক্রমে সিগন্যালগুলোতে দায়িত্ব পালন করছেন। কয়েকটি স্থানে তাঁদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, কলাবাগান, মিরপুর রোড, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে। বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম হলেও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বেশি ছিল। ব্যক্তিগত যানবাহন, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচলও বেড়েছে।

ইজরায়েলের উদ্বেগ বাড়িয়ে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার

এছাড়াও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। তাঁরা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন। ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে কার্যত কোনো সরকার নেই। হামলার পর থেকে থানাগুলোতে পুলিশের সংখ্যা কম। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। বিভিন্ন এলাকায় ডাকাতি, হামলা, লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি। মূলত মুদিদোকান, পাড়ার হোটেল, কাঁচাবাজারসহ গলির বাজারগুলো স্বাভাবিক চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version