Home খবর বিদেশ “আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি...

“আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

khawaja asif

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ভারত সহ আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। তিনি বলেন, “আমরা গত তিন দশক ধরে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের হয়ে ‘ডার্টি ওয়ার্ক’ করেছি। এর মধ্যে ব্রিটেনও রয়েছে।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান দীর্ঘ সময় ধরে বিভিন্ন পশ্চিমা দেশের হয়ে সন্ত্রাসবাদে যুক্ত থেকেছে। এই মন্তব্য ভারতের সেই পুরনো অভিযোগকেই প্রমাণ করল, যেখানে বলা হয় পাকিস্তানের মদতেই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিস্তার ঘটেছে।

পাকিস্তানের অবস্থান ও অজুহাত

আসিফ দাবি করেন, পাকিস্তান যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ কিংবা ৯/১১-র পর আফগানিস্তানে ‘ওয়ার অন টেরর’-এ অংশ না নিত, তাহলে পাকিস্তানের অতীত কলঙ্কমুক্ত থাকত। একই সঙ্গে তিনি বলেন, এই যুদ্ধগুলির ফলেই পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হয়ে উঠেছে।

ফের ভারতকে নিশানা

আসিফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভারত ‘একটা প্যাটার্নে’ পাকিস্তানকে সব হামলার জন্য দোষী করে তোলে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সফরের সময় শিখদের ওপর হামলার প্রসঙ্গ টেনে আনেন তিনি।

ভারতের তরফে জানানো হয়েছে, সেই হামলার পিছনে ছিল লস্কর-ই-তৈবা। এবং সাম্প্রতিক পাহেলগাঁও হামলার দায় নিয়েছে লস্করের ছায়া সংগঠন TRF।

“লস্কর নেই, TRF-এর কিছু জানি না”

সন্ত্রাস নিয়ে বিস্ময়কর মন্তব্য করে আসিফ বলেন, “লস্কর এখন আর নেই, এটা পুরনো নাম। TRF-এর ব্যাপারে আমার জানা নেই।” অথচ পাহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হওয়ার দায় স্বীকার করেছে TRF।

ভারতের পালটা কূটনৈতিক পদক্ষেপ

এই বিস্ফোরক পরিস্থিতিতে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে:

  • ইন্দাস জলচুক্তি স্থগিত
  • পাকিস্তানি সামরিক আধিকারিকদের বহিষ্কার
  • অট্টারি সীমান্ত বন্ধ
  • পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল
  • পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের অবিলম্বে দেশে ফিরে আসার পরামর্শ

পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ভিসা বাতিল এবং শিমলা চুক্তি স্থগিত করেছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ চরমে। আন্তর্জাতিক মহলে খাজা আসিফের এই স্বীকারোক্তিকে ভারত তার কূটনৈতিক কৌশলের পক্ষে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

আরও পড়ুন: গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version