Home খবর বিদেশ ‘মুনিরের শাসন হিটলারের চেয়েও খারাপ’: পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন ইমরান খানের বোন

‘মুনিরের শাসন হিটলারের চেয়েও খারাপ’: পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন ইমরান খানের বোন

তিনি বলেন, ইমরান খানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেনাপ্রধানের বংশধররাও দেশে নিরাপদ থাকবে না।

খবর অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ক্রিকেটার ইমরান খানের বোন নোরিন নিয়াজি সেনাপ্রধান আসিম মুনিরকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইমরান খানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেনাপ্রধানের বংশধররাও দেশে নিরাপদ থাকবে না।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুরিন অভিযোগ করেন, ইমরান খানকে পাকিস্তানে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। তাঁর দাবি, “ইমরান মাত্র একটি শব্দ উচ্চারণ করলেই তাঁর দলের কর্মীরা জেলগেট ভেঙে তাঁকে উদ্ধার করবেন।”

তিনি বর্তমান পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে অন্ধকার যুগ’ হিসেবে উল্লেখ করে বলেন, “মুনিরের শাসন হিটলারের শাসনামলের চেয়েও খারাপ।”নোরিন জানান, তাঁরা গত তিন সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বা তাঁর খবর পাচ্ছেন না।

নোরিন আরও দাবি করেন, পাকিস্তানে নারীরা ও শিশুরাও পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে, আদালত দুর্বল হয়ে পড়েছে এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর দমনপীড়ন বাড়ানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে।

এর আগে ইমরান খানের ছোট ছেলে কাসিম খানও বলেন, বাবা যে বেঁচে আছেন, তার কোনো প্রমাণ তাঁদের কাছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইমরান খানের নিরাপত্তায় কোনো সমস্যা হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

নোরিন জানান, পরিবার কিংবা দলের নেতাদের কাউকেই গত চার সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি নির্ধারিত বৈঠকের জন্য যাওয়া পিটিআই সদস্যদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, “ভারতের সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে ইমরানকে হত্যা করা হয়েছে—কিন্তু আমাদের কেউ কিছু জানায়নি।” তবে জেল প্রশাসন গুজব উড়িয়ে দিয়ে জানায়, ইমরান খান সুস্থ আছেন।

ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি জানতে বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদি পিটিআই আইনপ্রণেতাদের নিয়ে আদিয়ালা কারাগার পরিদর্শনে যান। তার আগে ইমরানের বোন আলীমা খানকে সেখানকার কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি।

নোরিন আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের ক্ষোভ একসময় বিস্ফোরিত হতে পারে। “আমি শুধু আমার ভাইয়ের জন্য নয়, জেলে থাকা নিরীহ মানুষদের জন্যও উদ্বিগ্ন”, বলেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version