ইরানের সঙ্গে বাণিজ্য করলে কড়া মূল্য দিতে হতে পারে—এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের সঙ্গে যে কোনও দেশ ব্যবসা করলে তাদের উপর যুক্তরাষ্ট্রের তরফে ২৫ শতাংশ শুল্ক (ট্যারিফ) চাপানো হবে। এই ঘোষণার প্রভাব পড়তে পারে ভারতের উপরও, কারণ এখনও ইরানের সঙ্গে সীমিত হলেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে নয়াদিল্লি।
ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে ভারত ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যের বড় অংশ জুড়ে রয়েছে ভারতের রপ্তানি। ইরানে ভারত থেকে পাঠানো হয় বাসমতি চাল, ফল, সবজি, ওষুধ ও অন্যান্য ওষুধজাত সামগ্রী।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই শুল্ক হুঁশিয়ারি কার্যকর হলে ভারতের কৃষি ও ওষুধ শিল্প সবচেয়ে বেশি চাপে পড়তে পারে। কারণ ইরান দীর্ঘদিন ধরেই এই দুই ক্ষেত্রেই ভারতের একটি গুরুত্বপূর্ণ বাজার। যদিও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে আগের তুলনায় ভারত-ইরান বাণিজ্য অনেকটাই কমেছে, তবুও পুরোপুরি বন্ধ হয়নি।
বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে নয়াদিল্লির সামনে বড় প্রশ্ন—মার্কিন চাপ সামলে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা যাবে কি না। বিশেষ করে যখন ভারত একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছে, অন্যদিকে পশ্চিম এশিয়ায় নিজের কৌশলগত স্বার্থও রক্ষা করতে চাইছে।
