Home খবর বিদেশ লেবানন থেকে রকেট হামলায় ইজরায়েলে একাধিক নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় মার্কিন...

লেবানন থেকে রকেট হামলায় ইজরায়েলে একাধিক নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র

0
মেটুলা শহরে একটি কৃষি এলাকায় লেবানন থেকে চালানো রকেট হামলা। প্রতীকী ছবি

লেবানন থেকে ইজরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার চালানো রকেট হামলায় চারজন বিদেশি কর্মী ও তিনজন ইজরায়েলি নিহত হয়েছেন বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। ইজরায়েলি স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, এটি লেবাননের ভেতরে ইজরায়েলি আক্রমণের পর থেকে সংঘটিত অন্যতম প্রাণঘাতী ক্রস-বর্ডার হামলা। পাল্টা প্রতিক্রিয়ায় ইজরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যা প্রধানত হিজবুল্লা যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়। লেবাননের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন।

এদিকে, মার্কিন কূটনীতিকরা লেবানন ও গাজা উভয় ক্ষেত্রেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তৎপর রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন, আসন্ন নির্বাচনের প্রাক্কালে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে।

গাজায় হাসপাতালের উপর হামলা, নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ইজরায়েলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সম্প্রতি ইউএন এজেন্সির মাধ্যমে সরবরাহকৃত জরুরি চিকিৎসা সরঞ্জামও ধ্বংস করে দেয়। এই হামলায় হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে আগুন লাগে এবং জলের ট্যাংক ও সার্জারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালের পরিচালক ডা হুসাম আবু সাফিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে চারজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন।

ইজরায়েলের এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজার চিকিৎসা প্রতিষ্ঠানগুলির সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

সীমান্তে কাজ করা কর্মীদের নিরাপত্তার উদ্বেগ

মেটুলা শহরে একটি কৃষি এলাকায় লেবানন থেকে চালানো রকেট হামলায় চারজন বিদেশি কর্মী এবং একজন ইজরায়েলি কৃষক নিহত হন। এরপর ইজরায়েলি সেনাবাহিনী জানায়, প্রায় ২৫টি রকেট লেবানন থেকে ইজরায়েলের হাইফার কাছে একটি জলপাই বাগানে আঘাত হানে, যার ফলে ৩০ বছর বয়সি একজন ব্যক্তি ও ৬০ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন। হিজবুল্লা এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এদিন মোট ৯০টি প্রজেক্টাইল লেবানন থেকে ছোড়া হয়।

লেবাননে ইজরায়েলি আক্রমণ, ব্যাপক প্রাণহানি

বৃহস্পতিবার ইজরায়েলি বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার ১৩ জন-সহ মোট ২৪ জন নিহত হন। এর আগের দিন ইজরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। যার ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যায় এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় লেবাননের বিভিন্ন স্থানে ৪৫ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।

এ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমাতে কাজ করছে, তবে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version