দেশের অন্যতম শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ বিবেক দেবরায় (Bibek Debroy) প্রয়াত। শুক্রবার সকালে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬৯ বছর বয়সি বিবেক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।
পদ্মশ্রী সম্মানে ভূষিত এই বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতের অর্থনৈতিক নীতি এবং উন্নয়নের ক্ষেত্রে নিজের অমূল্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স (GIPE)-এর চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করা দেবরায় অর্থনৈতিক গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা
বিবেক দেবরায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে এক্স (আগের টুইটার)-এ লেখেন, “ড. বিবেক দেবরায়জি এক মহান পণ্ডিত ছিলেন, যিনি অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং আধ্যাত্মিকতার মতো বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ছিলেন। তার কাজের মাধ্যমে তিনি ভারতের বুদ্ধিবৃত্তিক প্রাঙ্গণে স্থায়ী ছাপ রেখেছেন। জননীতির বাইরে, প্রাচীন গ্রন্থসমূহে তাঁর আগ্রহ ছিল। সেই অভিজ্ঞতা তিনি তরুণ প্রজন্মের কাছে তাঁর লেখার মাধ্যমে পৌঁছে দিয়েছেন।”
কে ছিলেন বিবেক দেবরায়?
বিবেক দেবরায়ের জন্ম হয়েছিল শিলংয়ের এক বাঙালি পরিবারে। তাঁর দাদু সিলেট থেকে শিলংয়ে এসেছিলেন। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা করেন। এর পর কলকাতার প্রেসিডেন্সি কলেজ, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পড়াশোনা শেষে কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এবং অর্থমন্ত্রকের ইউএনডিপি প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ভারতের অর্থনৈতিক নীতি গঠনে বিবেক দেবরায়ের অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি ভারতের অর্থনৈতিক সংস্কার, সুশাসন এবং রেলপথ আধুনিকায়নে অসাধারণ অবদান রেখেছেন।
পাশাপাশি, সংস্কৃত গ্রন্থের প্রতিও তাঁর ছিল গভীর আগ্রহ। তিনি মহাভারত এবং গীতা-সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থের আধুনিক ভাষায় অনুবাদ করেছেন, যা তরুণ প্রজন্মের কাছে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে আরো সহজলভ্য করে তুলেছে। তাঁর প্রয়াণে ভারতীয় অর্থনৈতিক নীতি এবং সাহিত্যে এক বিশাল শূন্যতা সৃষ্টি হল।