Home খবর বিদেশ বিমান অবতরণের সময় দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে মৃত ১৭৯

বিমান অবতরণের সময় দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে মৃত ১৭৯

খবর অনলাইন ডেস্ক: বিমানবন্দরে অবতরণের সময় বিমানের চাকা খুলল না, রানওয়েতে ঘষটাতে ঘষটাতে পাঁচিলে গিয়ে ধাক্কা মারল। কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলে উঠল বিমান। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই যাত্রিবাহী বিমান দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৭৯ জন মারা গিয়েছেন বলে সে দেশের দমকল সূত্রে জানা গিয়েছে। জেজু এয়ারের বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। এঁদের মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী। তাঁদের মধ্যে ২ জন বিমানকর্মী বেঁচে গিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ৭সি২২১৬ উড়ানটি তাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানে আসছিল। রবিবার সকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানের চাকা না খোলায় কী ভাবে রানওয়ের উপর দিয়ে ঘষটাতে ঘষটাতে যাচ্ছিল। কিন্তু ক্রমশই রানওয়ে থেকে সরে সরে যাচ্ছিল বিমানটি। শেষকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানে আগুন ধরে যায়। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি খবর অনলাইন।

কিছুক্ষণের মধ্যেই দমকল চলে আসে আগুন নেভাতে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, বিমানের ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নেভানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।

গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। ওই বিমানে ৬৭ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version