Home খবর বিদেশ লস অ্যাঞ্জেলস দাবানল: তহবিল সংগ্রহে স্টিং, বিলি আইলিশ, লেডি গাগা ও রেড...

লস অ্যাঞ্জেলস দাবানল: তহবিল সংগ্রহে স্টিং, বিলি আইলিশ, লেডি গাগা ও রেড হট চিলি পিপারসের কনসার্ট

0

লস অ্যাঞ্জেলসের দাবানলে ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন স্টিং, বিলি আইলিশ, লেডি গাগা ও রেড হট চিলি পিপারস প্রমুখ। প্রথমে কনসার্টটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে ইনটুইট ডোমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন এটি দুটি ভেন্যু— ইনটুইট ডোম ও সংলগ্ন কিয়া ফোরামে হবে। কনসার্টের তারিখ নির্ধারিত হয়েছে ৩০ জানুয়ারি।

লাইভ সম্প্রচার ও স্ট্রিমিং

এই ইভেন্ট Apple Music, Apple TV, Max, iHeartRadio, KTLA+, Netflix/Tudum, Paramount+, Prime Video, Amazon Music Channel (Twitch), SiriusXM, Spotify, SoundCloud, Veeps, YouTube-এ লাইভ সম্প্রচার ও স্ট্রিমিং করা হবে। এছাড়া, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু এএমসি থিয়েটারেও দেখানো হবে।

সংগঠকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফায়ারএড থেকে সংগৃহীত অর্থ অ্যানেনবার্গ ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী, স্বল্পমেয়াদী ত্রাণ ও ভবিষ্যতের দাবানল প্রতিরোধমূলক প্রকল্পে ব্যয় করা হবে। ইনটুইট ডোম এবং কিয়া ফোরামে অনুষ্ঠিত কনসার্টের পুরো আয় নির্ধারিত সংস্থাগুলোর কাছে সরাসরি প্রদান করা হবে।

পারফর্মারদের তালিকায় আরও থাকছেন:

জোনি মিচেল, ক্যাটি পেরি, লিল বেবি, পিঙ্ক, রড স্টুয়ার্ট, গোয়েন স্টেফানি, গ্রিন ডে, জেলি রোল, গ্রেসি অ্যাব্রামস, স্টিফেন স্টিলস, স্টিভি নিকস, টেট ম্যাকরে ও আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ার।

এদিকে, লস অ্যাঞ্জেলস অঞ্চলে বাতাসের গতিবেগ কিছুটা কমে আসায় দমকল কর্মীরা ধীরে ধীরে দাবানলের উপর নিয়ন্ত্রণ আনতে পারছেন। তবে সপ্তাহখানেক ধরে ঘরছাড়া বাসিন্দারা ক্রমশই বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠছেন।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পরীক্ষা করা ও বিদ্যুৎ পরিষেবা পুনঃস্থাপন করতে আরও এক সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। কিছু অঞ্চলে জলদূষণের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য সংস্থাগুলো।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version