Home খেলাধুলো ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

0

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (BCCI)। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষণা করেন। রোহিত দলের অধিনায়ক, শুভমন গিল সহ-অধিনায়ক। জসপ্রিত বুমরাহকে ফিটনেসের শর্তে দলে রাখা হয়েছে, আগরকর জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হচ্ছে। অন্য দিকে ইংল্যান্ড সিরিজের জন্য বুমরার বিকল্প হিসেবে থাকবেন হর্ষিত রানা।

দলে বড় কোনো চমক নেই, তবে যশস্বী জয়সওয়াল এই প্রথম একদিনের দলে ডাক পেয়েছেন। পুনর্বাসনের মধ্যে থাকা কুলদীপ যাদবকেও ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেস বিভাগে আছেন মহম্মদ শামি, অর্জদীপ সিং এবং বুমরা। তবে মহম্মদ সিরাজকে দলে রাখা হয়নি, যা উল্লেখযোগ্য সিদ্ধান্ত।

অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, যদি বুমরা না খেলতে পারেন, তাহলে নতুন বলে এবং ডেথ ওভারে অর্জদীপ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং শামি তাঁর সঙ্গী হবেন। এ কারণেই সিরাজকে স্কোয়াডে রাখা হয়নি। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল দু’জনেই দলে আছেন, যদিও তাঁরা এক জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য বিকল্প স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন।

হর্ষিত রানা এখনও ভারতের হয়ে হোয়াইট-বল ক্রিকেট খেলেননি, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে। যেহেতু তিনি টি-টোয়েন্টি দলেও আছেন, তাই একদিনের সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন।

মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার ও কেএল রাহুল রয়েছেন, ঋষভ পন্থ ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন। হার্দিক পাণ্ড্য, জাদেজা, অক্ষর ও সুন্দর অলরাউন্ডার হিসেবে দলে আছেন। মূলত বিশ্বকাপ ২০২৩ দলের মতোই এই দল, তবে যশস্বী ও অক্ষরকে খেলানোর জন্য কীভাবে জায়গা তৈরি করা হয় তা দেখার বিষয়।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা (ফিটনেস শর্তসাপেক্ষ), কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version