ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেলকে নিশ্চিত করেছে মার্কিন সেনেট। দায়িত্ব গ্রহণের পর তিনি এফবিআই-কে “স্বচ্ছ, দায়বদ্ধ এবং ন্যায়ের প্রতিশ্রুতিবদ্ধ” সংস্থা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
পটেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি-কে তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি বলেন, “এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গর্বের বিষয়। ট্রাম্প এবং বন্ডি আমাকে যে আস্থা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ”।
তিনি আরও বলেন, “এফবিআই-এর রয়েছে এক গৌরবময় ঐতিহ্য—’জি-মেন’ থেকে ৯/১১-পরবর্তী সুরক্ষা পর্যন্ত। জনগণের আস্থা ফিরিয়ে আনার সময় এসেছে। আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ হয়েছে, যা জনমানসে অবিশ্বাস সৃষ্টি করেছে—কিন্তু আজ থেকেই তা শেষ হচ্ছে।”
পটেলের কথায়, “এফবিআই-এর সৎ ও নিষ্ঠাবান কর্মীদের সঙ্গে কাজ করে আমরা এমন একটি সংস্থা তৈরি করব, যা আমেরিকানরা গর্বের সঙ্গে দেখতে পারবে। যারা আমেরিকানদের ক্ষতি করতে চায়, তাদের জন্য এটি সতর্কবার্তা—আমরা পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে তাদের খুঁজে বের করব। মিশন আগে, আমেরিকা সর্বাগ্রে। এখন কাজ শুরু করা যাক!”
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর মনোনয়ন নিয়ে সেনেট তীব্র বিরোধিতা হয়েছিল কাশ পটেলের। রিপাবলিকান সেনেটর লিসা মারকোভস্কি (আলাস্কা) এবং সুসান কলিন্স (মেইন) বিরোধিতা করলেও বাকিরা তাঁকে সমর্থন করেন। এমনকি সেনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল, যিনি এর আগে ট্রাম্পের মনোনীতদের বিরোধিতা করেছিলেন, তিনিও এবার সমর্থন দেন।
উল্লেখযোগ্য ভাবে, সব ডেমোক্র্যাট সেনেটর তাঁর বিপক্ষে ভোট দিলেও ৫১-৪৯ ভোটের ব্যবধানে তাঁর নিয়োগ নিশ্চিত হয়েছে।
