Home খবর বিদেশ মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

MEA urges immediate action

পশ্চিম আফ্রিকার অস্থির পরিস্থিতির মধ্যেই মালিতে তিন ভারতীয় নাগরিক অপহৃত হলেন। ১ জুলাই মালির কায়েসে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে সশস্ত্র হামলার সময় তাঁদের অপহরণ করা হয়। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মালির সরকারের কাছে অপহৃতদের নিরাপদ ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “ঘটনাটি ঘটে যখন একদল অস্ত্রধারী দুষ্কৃতী সমন্বিত হামলা চালিয়ে ফ্যাক্টরি চত্বর থেকে তিন ভারতীয় নাগরিককে জোর করে তুলে নিয়ে যায়।” একই দিনে পশ্চিম ও মধ্য মালির একাধিক সেনা ও সরকারি স্থাপনায়ও হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারত সরকার।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ভারতীয়দের অপহরণের দায় স্বীকার করেনি, তবে আল-কায়েদা ঘনিষ্ঠ সংগঠন Jama’at Nusrat al-Islam wal-Muslimin (JNIM) ওইদিন মালির বিভিন্ন অংশে হামলার দায় নিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত সরকার একে ‘সহিংসতার নিন্দনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমরা মালির সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিয়ে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদে মুক্তি নিশ্চিত করে।”

বামাকো-তে ভারতীয় দূতাবাস মালির প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সিমেন্ট ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। একই সঙ্গে অপহৃতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক।

বর্তমানে মালির নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। সেই কারণে বিদেশ মন্ত্রক সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকার এবং যথাসম্ভব নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

সীমান্তবর্তী অঞ্চল জুড়ে ক্রমাগত জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে উঠছে আফ্রিকার এই দেশ। এই পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version