রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিয়েভে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, “ভারত তার প্রভাব কাজে লাগিয়ে রাশিয়ার অর্থনীতির গতিরুদ্ধ করতে পারে এবং প্রেসিডেন্ট পুতিনকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে পারে।”
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত “শান্তির পক্ষে” এবং যুদ্ধের বিরুদ্ধে। তিনি বলেন, “আমরা নিরপেক্ষ নই। শুরু থেকেই আমরা শান্তির পক্ষে ছিলাম। আমরা এমন এক ভূমি থেকে এসেছি যেখানে যুদ্ধের কোনও স্থান নেই।” মোদী আরও জানান, ভারত ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং জাতিসংঘ সনদের প্রতি সমানভাবে সম্মান প্রদর্শন করা উচিত বলে মনে করে।
বৈঠকের পর, জেলেনস্কি এক এক্স বার্তায় জানান, ভারত ও ইউক্রেনের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা স্বাস্থ্য, কৃষি, মানবিক সম্পর্ক এবং সংস্কৃতি ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। এই চুক্তিগুলি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
২৫ কোটি টাকা জরিমানা ও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা, অনিল অম্বানিকে শাস্তি দিল সেবি
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি ভারত-ইউক্রেনের মধ্যে তিন দশকের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সফর। এর আগে, মোদী গত মাসে রাশিয়া সফর করেছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের বিরুদ্ধে পরামর্শ দেন। তিনি বলেন, “যুদ্ধের ময়দানে কখনো কোনও সমস্যার সমাধান হয় না।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানান, মোদী ও জেলেনস্কির মধ্যে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।