ভারতের প্রখ্যাত কুস্তিগির বিনেশ ফোগাটের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হলো। শুক্রবার তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, বিনেশ ফোগাটকে আগামী ১ অক্টোবর হরিয়ানায় অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। যদিও বিনেশ নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে হুডা স্পষ্টভাবে বলেছেন, “আমরা ওকে স্বাগত জানাতে রাজি।”
ভূপিন্দর সিংহ হুডা আরও বলেন, “একজন ক্রীড়াবিদ কোনও নির্দিষ্ট রাজ্য বা রাজনৈতিক দলের হয় না। সে গোটা দেশের। বিনেশ কোন দলে যোগ দেবে, সেটা ওর নিজের সিদ্ধান্ত। তবে যে-ই কংগ্রেসে আসুক, আমরা তাকে স্বাগত জানাব। বিনেশই সিদ্ধান্ত নিক সে কী করবে।”
বিনেশ ফোগাট সম্প্রতি অলিম্পিক্সে কুস্তির ফাইনালের আগে ওজন বেড়ে যাওয়ায় বাতিল হয়েছিলেন। পরে আন্তর্জাতিক আদালতে আবেদন করলেও সেখানেও হেরে যান তিনি। কিছুদিন আগে অবসর নেওয়ার চিন্তা করলেও পরে জানিয়েছেন, তিনি ২০৩২ অলিম্পিক্স পর্যন্ত কুস্তি চালিয়ে যেতে চান।
জম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার
দেশে ফেরার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন বিনেশ। রোহতকের সাংসদ দীপেন্দ্র হুডা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যান। কুস্তিগিরদের আন্দোলনের সময়েও দীপেন্দ্র বিনেশকে সমর্থন করেছিলেন।
লোকসভা নির্বাচিত হওয়ার পর হরিয়ানায় রাজ্যসভার একটি আসন খালি হয়েছে। সেই আসন থেকে বিনেশকে জিতিয়ে রাজ্যসভায় পাঠানোর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা অনুরোধ করেছেন। ইতিমধ্যে কিরণ চৌধরি, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, সেই পদের জন্য লড়ছেন। বিনেশ ফোগাট যদি কংগ্রেসে যোগ দেন, তবে রাজ্যসভার আসনে তাঁর সম্ভাবনা উজ্জ্বল হতে পারে বলে মনে করা হচ্ছে।