ওয়াশিংটন : উড়ান বিভ্রাটের সাক্ষী আমেরিকা। বুধবার থেকেই থমকে গিয়েছে বিমান পরিষেবা। মাঝ আকাশ থেকেই নামিয়ে নেওয়া হয় বিমান। নোটিস টু এয়ার মিশনস সিস্টেমে সমস্যার জেরে ঘটে এই ঘটনা।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের পক্ষ থেকে জানা যাচ্ছে, গোলযোগের কারণে ৫৪০০ টি উড়ানের যাত্রা থমকে গিয়েছে। এমনকি মাঝ আকাশ থেকে নামিয়ে নেওয়া হয়েছে বিমান গুলি। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে ৯০০ টি উড়ান।
সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হাওয়াই থেকে ওয়াশিংটন, অথবা টেক্সাস থেকে পেনসিলভানিয়া বিমানযাত্রীরা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা নেপথ্যে রয়েছে রুশ হ্যাকাররা। রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেইনকে সমানে অস্ত্র সাহায্য করে চলেছে আমেরিকা। মাত্র কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি পৌঁছেছিলেন আমেরিকায়। আর তাতেই যথেষ্ট ক্ষিপ্ত রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আর সে কারণেই কাজে লাগানো হচ্ছে হ্যাকার বাহিনীকে। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এই তত্ত্ব মানতে নারাজ বাইডেন প্রশাসন।