সুদূর বিদেশ বিভুঁয়ে কী করছেন? না, তবে তিনি একা নন। সঙ্গে রয়েছে তার দুই দোসর।
মার্কিন মুলুকে জমিয়ে নতুন ছবির কাজে ব্যস্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী, রাগিনী দ্বিবেদীও।
নতুন পরিচালক আয়ুশের প্রথম বাংলা ছবি ‘ওয়াকার হাউজ’-এ এই তিন অভিনেতাই রয়েছেন। ছবির শ্যুটিং এর জন্য তাঁরা প্রত্যেকেই বিদেশে রয়েছেন।
এইবারেও পরমব্রতর ঝুলিতে রয়েছে ভূতের ছবি। আর তিনি এই ছবিতে উচ্চপর্যায়ের পুলিশ অফিসার। পর্দায় পরমব্রতর স্ত্রী রাগিনী। পেশায় তিনি লেখিকা। অর্থাৎ, পর্দায় আর তিনি ‘পাশের বাড়ির মেয়ে’ নন। এই চরিত্রের কারণেই তাঁর সাজসজ্জা যথেষ্ট হাল্কার ওপরে থাকবে বলেই খবর।
সূত্রের খবর, ছবির ৬০ শতাংশ ইতিমধ্যেই হিথরোতে শ্যুট হয়ে গিয়েছে। খবর অনুযায়ী, বাকি অংশের শ্যুট হবে ওয়েলস, চেস্টারে। ক্যামেরার দায়িত্বে রয়েছেন ‘ধুম ২’, ‘ব্যাং ব্যাং’-খ্যাত বিকাশ। একক পরিচালনায় আয়ুশ নতুন হলেও এর আগে বলিউডের বড়বড় পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন।
একে ভূতের ভয়। তার উপরে হাড়কাঁপানো শীতে অবস্থা খারাপ তিন টলি তারকারই।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর জানতে দেখুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us