আমেরিকার স্বল্পমেয়াদি নন-ইমিগ্রান্ট ভিসা (এনআইভি) পাওয়ার নিয়ম আরও কঠিন হল। শনিবার আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, আবেদনকারীদের এখন থেকে নিজেদের দেশেই বসে ভিসার ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ ভারতীয়দের আর অন্য দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকছে না।
এত দিন ভারতীয় আবেদনকারীরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি বা এমনকি ব্রাজিলের মতো দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দিয়ে ভিসা সংগ্রহ করতেন। কারণ ভারতে বি১ (ব্যবসা) এবং বি২ (পর্যটন) ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। হায়দরাবাদ ও মুম্বইয়ে এই অপেক্ষা গড়ে সাড়ে তিন মাস, দিল্লিতে সাড়ে চার মাস, কলকাতায় পাঁচ মাস এবং চেন্নাইয়ে প্রায় নয় মাস। নতুন নিয়মে সেই বিকল্প আর থাকবে না।
ফলে ভারতীয়দের বি১ বা বি২ ভিসা পেতে এখন আরও বেশি অপেক্ষা করতে হবে। বিশেষ করে ব্যবসায়িক সফর, উচ্চশিক্ষা, পর্যটন বা আমেরিকান নাগরিককে বিয়ে করার মতো ক্ষেত্রে এনআইভি ভিসার আবেদনকারীরা সমস্যায় পড়তে পারেন।
যদিও নতুন নীতির কিছু ব্যতিক্রমও রয়েছে। যেসব দেশে আমেরিকার দূতাবাস বা কনসুলেট নেই, সেসব দেশের নাগরিকরা নির্ধারিত অন্য দেশে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। যেমন আফগানিস্তানের আবেদনকারীদের ইসলামাবাদে, ইরানের নাগরিকদের দুবাইয়ে এবং রাশিয়ার নাগরিকদের কাজাকস্তানের আস্তানা বা পোল্যান্ডের ওয়ারশতে গিয়ে ভিসার ইন্টারভিউ দিতে হয়।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা কালে একাধিক ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার এনআইভি ভিসার ক্ষেত্রে আরও কঠোর হল নিয়ম। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ভারতীয় আবেদনকারীদের উপর।
আরও পড়ুন: জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?