কলকাতা : পর্যটনে বাংলার হয়ে বিশেষ স্বীকৃতি পুরস্কার আনতে এবার বার্লিন যাচ্ছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। নবান্ন সূত্রে আগেই জানা গিয়েছিল এই খবর। এবার টুইট করে এই কথা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রবিবার একটি টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘ ২০২০ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন ভারত হেরিটেজ ট্যুরিজমের হাব হয়ে উঠবে। এই প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে এসেছে উন্নয়নের জোয়ার। এবার ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’ পুরস্কার পেতে চলেছে বাংলা। যা পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা গোটা দেশবাসীর কাছেই গর্ব’।
উল্লেখ্য, একটা সময় রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। তবে সম্প্রতি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সেই পদ থেকে। বর্তমানে তিনি সামলাচ্ছেন রাজ্যের পর্যটন সচিবের দায়িত্ব। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গ জিতে নিল বেস্ট ডেসিনেশন ফর কালচার পুরস্কার। চলতি মাসের ৯ তারিখ ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে। পুরস্কার আনতে বার্লিন যাচ্ছেন নন্দিনী চক্রবর্তী।
আরও পড়ুন : ইন্টারনেট ছাড়া অনলাইন পেমেন্ট! জানুন কী ভাবে করবেন