Home খবর কলকাতা চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, মেনে চলুন বেশ কিছু নিয়ম

চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, মেনে চলুন বেশ কিছু নিয়ম

0

কলকাতা : শীত যাই যাই করেও যাচ্ছেনা। সকাল সন্ধ্যা বইছে ঠান্ডা হাওয়া। আর এতেই অসুস্থ হয়ে পড়ছেন ছোট থেকে বড় সকলেই। জ্বর, সর্দি-কাশি এখন বাঙালির ঘরে ঘরে। পাশাপাশি বাড়ছে পেটের সমস্যা। ওষুধ খেতে খেতে নাভিশ্বাস উঠছে সাধারণের। চিকিৎসকদের কাছে লম্বা লাইন পড়ছে রোগীদের।

এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাসকে দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সতর্কবার্তাও দিয়েছেন। আর তার জেরে শনিবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। জনস্বাস্থ্যের সুরক্ষায় নতুন করে গাইডলাইন জারি করা হয়েছে। অ্যাডিনো ভাইরাস মূলত ছোটদের উপরই আক্রমণ করছে। তাই তাদের চিকিৎসায় বিশেষ সতর্কতার কথা জানানো হয়েছে।

তিনদিনের বেশি সময় ধরে জ্বর থাকলে, মাথাব্যথা, পেটখারাপ হলে চিকিৎসা আবশ্যক। সাধারণত জ্বর-কাশি, গলাব্যথার পাশাপাশি পেট খারাপ, বমি হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণে। এছাড়া খাওয়া কমে যাওয়া, দিনে পাঁচ থেকে ছ’বার প্রস্রাব, দ্রুত শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিতে পারে।

অ্যাডিনো ভাইরাসের কবল থেকে কীভাবে রক্ষা পাবেন? দু’বছরের কমবয়সিরা অসুস্থ হলে তাদের আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক। সেইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। অসুস্থ শরীর নিয়ে ভিড়ের মাঝে যাবেন না।

আরও খবর : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-র স্রষ্টা আবদুল গাফফার চৌধুরী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version